শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৯:২৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
জগন্নাথপুর পৌরসভার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার বিকেল ৩টায় পৌর পরিষদ মিলনায়তনে ২০২২-২০২৩ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র মো. আক্তার হোসেন।
সভায় ২০২২-২০২৩ অর্থ বছরের মোট আয় ৭৭ কোটি ৭২ লাখ ২৫ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়। বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৭৭ কোটি ৬৫ লাখ ৩০ হাজার টাকা।
এতে রাজস্ব আয় ধরা হয়েছে ২ কোটি ২ লাখ ২৫ হাজার টাকা; আর উন্নয়ন আয় ধরা হয়েছে ৭৫ কোটি ৭০ লাখ টাকা। রাজস্ব ব্যয় দেখানো হয় ১ কোটি ৯৫ লাখ ৩০ হাজার টাকা, উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৭৫ কোটি ৭০ লাখ টাকা। বাজেটে সার্বিক উদ্বৃত্ত দেখানো হয়েছে ৬ লাখ ৯৫ হাজার টাকা।
এ উপলক্ষে সভার আয়োজন করা হয়। পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী সতীশ গোস্বামীর উপস্থাপন সভা বক্তব্য রাখেন, প্রভাষক আঃ রূপ, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, কাউন্সিলর সাফরোজ ইসলাম মুন্না, জিতু মিয়া, শফিকুল হক, কামাল হোসেন ,কৃষ্ণ চন্দ্র চন্দ প্রমূখ।
Leave a Reply