শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৯:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সেমিনারে তারেক রহমান; আগামীর বাংলাদেশে প্রধানমন্ত্রীও স্বেচ্ছাচারী হতে পারবে না জগন্নাথপুরে কিশোর হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২ ৩য় বারের মতো জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত হলেন মাওলানা লুৎফুর রহমান জগন্নাথপুরে মসজিদ কমিটি কে কেন্দ্র করে দুই পক্ষের সংর্ঘষে বৃদ্ধ নিহত, আহত ৩৫ যুক্তরাজ্য বিএনপি নেতা হুমায়ুন কবির ও এম এ ছাত্তার এর স্বদেশ আগমন সিলেটে মুনতাহা হ ত্যা কা ণ্ড : চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ জগন্নাথপুর প্রেসক্লাবে  দ্বিতীয় ধাপে প্রাথমিক সদস্যপদ প্রদান জগন্নাথপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার জগন্নাথপুরে কিশোরকন্ঠ মেধাবৃত্তি -২৪ সম্পন্ন জগন্নাথপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে জনশক্তি সমাবেশ

বাংলাদেশ কখনো শ্রীলংকা হবে না : জগন্নাথপুরে মন্ত্রী এমএ মান্নান।

বাংলাদেশ কখনো শ্রীলংকা হবে না : জগন্নাথপুরে মন্ত্রী এমএ মান্নান।

স্টাফ রিপোর্টার :

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, , যত কিছুই বলুন বাংলাদেশ কখনো শ্রীলঙ্কা হবে না। মন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, বিএনপির এক নেতা বিদেশে বসে অপপ্রচার করছে। এগুলো করে লাভ হবে না। দেশে এখন উন্নয়নের জোয়ার বইছে। মেগা প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। জনগন আগামী তে ও আওয়ামীলীগ কে ভোট দিবে।
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, মোড়লে মোড়লে মাইর। বিপদে পড়েছি আমরা। বিশ্বের অন্যান্য দেশের সাথে আমাদের দেশেও জিনিসপত্রের দাম বেড়েছে। তবে তা নিয়ে ভয়ের কারণ নেই। আশা করছি মাস খানেকের মধ্যেই দাম কমে যাবে।
মন্ত্রী জনগনের উদ্দেশ্যে বলেন, আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার। দেশের প্রতিটি অঞ্চলে উন্নয়ন কাজ এগিয়ে চলছে। আওয়ামীলীগ সরকার গরীবের সরকার। গ্রাম-গঞ্জের গরীব মা-বোনদের প্রতি বিশেষ নজর রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে দিয়েছেন।
মন্ত্রী নিজের অবস্থান সম্পর্কে বলেন, আগামী নির্বাচনে আমি আসতে পারি, না আসতেও পারি। তবে একটি মহল অযথা আমার বিরুধ্বে অপপ্রচার করছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে জগন্নাথপুরে বন্যায় বাড়িঘর ক্ষতিগ্রস্তদের মাঝে ডেউটিন ও নগদ অর্থ বিতরণকালে মন্ত্রী এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকতা সাজেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টানে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সিদ্দিক আহমদ,
উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা আ,লীগ সভাপতি আকমল হোসেন, সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) শুভাশীষ ধর, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, কৃষি কর্মকতা শওকত উসমান মজুমদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডাঃ মধুসূদন ধর,জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার,জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, পাটলি ইউপি চেয়ারম্যান আংগুর মিয়া, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, আশারকান্দি ইউপি চেয়ারম্যান মোঃ আইয়ূব খান,
উপজেলা উপ-সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুদ্দিন খান, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মুকিত, সাংবাদিক মো.শাহজাহান মিয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী আনসার ভিডিপি ব্যারাক উদ্বোধন ও পৃথক ভাবে আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে স্বেচ্ছাধীন তহবিলের অর্থ বিতরণ করেন।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com