শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০২:৩৪ অপরাহ্ন
সানোয়ার হাসান সুনু ::
আগামি ২ নভেম্বর বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা নির্বাচন। নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ৫জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ৩ জন মাঠে প্রতিদ্বন্ধিতায় রয়েছেন।
নির্বাচনে প্রার্থীদের প্রচার-প্রচারণাও শেষ পর্যায়ে। সোমবার (৩১ অক্টোবর) রাত ১২টার পর থেকে প্রচারণাও বন্ধ হয়ে যাচ্ছে। ফলে মঙ্গলবারই হচ্ছে শেষ প্রচারণার দিন।
জানা গেছে, আসন্ন নির্বাচনে ৫ জন প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিয়েছেন। তাঁদের মধ্যে আ.লীগ মনোনীত প্রার্থী আকমল হোসেন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান (মোটরসাইকেল),জমিয়ত মনোনীত প্রার্থী সৈয়দ তালহা আলম (খেজুরগাছ) স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা (আনারস) ও স্বতন্ত্র প্রার্থী আব্বাস উদ্দিন (ঘোড়া) প্রতীক নিয়ে লড়ছেন।
ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন । তন্মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র (তালা), সাবেক উপজেলা ছাত্রদল নেতা আবদুল মতিন লাকি (টিয়া পাখি),উপজেলা যুবলীগের সভাপতি আবুল হোসেন লালন (মাইক), সালেহ আহমদ (চশমা), সৈয়দ তুহেল মিয়া (টিউবওয়েল)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করেছেন । তাঁদের মধ্যে সুফিয়া খানম সাথী (ফুটবল), রিনা বেগম (কলস) ও সেলিনা বেগম(হাঁস) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রসঙ্গত, গত ২০ জুন উপজেলা নির্বাচনের তফসিল ঘোষনা করা হলে স্মরণকালের ভয়াবহ বন্যার কারণে নির্বাচন স্থগিত করা হয়। গত ২০ সেপ্টেম্বর নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২ নভেম্বর একটি পৌরসভা ও আটটি ইউনিয়ন নিয়ে গঠিত জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ হবে। এবার প্রথম উপজেলা নির্বাচনে এই উপজেলায় ইভিএম এর মাধ্যমে ভোট নেয়া হবে।
Leave a Reply