শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৪:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যান চলাচল বন্ধ; জগন্নাথপুরের মহাসড়কে আবারও সেই সেতুর পাটাতন ভেঙে আটকে গেলো ট্রাক সেমিনারে তারেক রহমান; আগামীর বাংলাদেশে প্রধানমন্ত্রীও স্বেচ্ছাচারী হতে পারবে না জগন্নাথপুরে কিশোর হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২ ৩য় বারের মতো জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত হলেন মাওলানা লুৎফুর রহমান জগন্নাথপুরে মসজিদ কমিটি কে কেন্দ্র করে দুই পক্ষের সংর্ঘষে বৃদ্ধ নিহত, আহত ৩৫ যুক্তরাজ্য বিএনপি নেতা হুমায়ুন কবির ও এম এ ছাত্তার এর স্বদেশ আগমন সিলেটে মুনতাহা হ ত্যা কা ণ্ড : চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ জগন্নাথপুর প্রেসক্লাবে  দ্বিতীয় ধাপে প্রাথমিক সদস্যপদ প্রদান জগন্নাথপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার জগন্নাথপুরে কিশোরকন্ঠ মেধাবৃত্তি -২৪ সম্পন্ন

দীর্ঘ ৮ বছর পর জগন্নাথপুরে আওয়ামী লীগের সম্মেলন : নেতা- কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য

দীর্ঘ ৮ বছর পর জগন্নাথপুরে আওয়ামী লীগের সম্মেলন : নেতা- কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য

সানোয়ার হাসান সুনু ::

দীর্ঘ ৮ বছর পর সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন আগামী ১৬ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলন কে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রান চাঞ্চল্য দেখা দিয়েছে।

কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জেলার নেতৃবৃন্দের উপস্থিতিতে উপজেলা আওয়ামী লীগের ঐ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে ঘিরে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যাপক তৎপরতা চালিয়েছেন
জানাযায়, সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০১৪ সালের ডিসেম্বরে।
ওই সময়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হন উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন ও সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু।
এবারো তারা প্রার্থী হবেন। এ ছাড়া
সভাপতি -সম্পাদক পদে আরো একাধিক প্রার্থী রয়েছেন।
এ দিকে সাবেক পৌর মেয়র আওয়ামীলীগ নেতা মিজানূর রশীদ যুগান্তর কে বলেন, সভাপতি ও সম্পাদক পদে কর্মীবান্ধব ও যোগ্য লোকদের বসালে দলের জন্য হবে মঙ্গলজনক।
উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুক্তাদির আহমদ মুক্তা বলেন,
নতুন কমিটিতে পরিবর্তন আনা দরকার
সভাপতি অথবা সাধারন সম্পাদক পদে সাবেক পৌর মেয়র আওয়ামীলীগ নেতা মিজানুর রশীদ কে দ্বায়িত্ব দিলে
আমি আশা করি দল আরো শক্তিশালী হবে।
জানা গেছে, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ ৩টি গ্রুপে দ্বিধাবিভক্ত।
তন্মধ্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য আজিজুস সামাদ ডন ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন বলয়ের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ পদ পেতে কেন্দ্র ও জেলা পর্যায়ে পৃথক পৃথকভাবে জোর লবিং করছেন ।

জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সন্মেলন কে সামনে রেখে গত শুক্রবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ সভাপতি সিদ্দিক আহমেদ, সহ সভাপতি সৈয়দ আবুল কাশেম প্রমুখ।
সভায় ১৬ নভেম্বর সন্মেলন কে সফল করতে সন্মেলন প্রস্তুতি সার্বিক ব্যবস্হাপনা কমিটি গঠন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন কে আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এছাড়া উপজেলা আওয়ামী লীগ নেতা আকমল খান কে আহ্বায়ক করে ৯ সদস্য বিশিষ্ট অর্থ কমিটি ও আব্দুল কাইয়ুম মশাহিদ কে আহ্বায়ক করে ৭ সদস্য বিশিষ্ট অভ্যর্থনা কমিটি গঠন করা হয়।

জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু বলেন, জেলা আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী ১৬ নভেম্বর সম্মেলন সফল করতে আমরা প্রস্তুতি সভা করেছি। গঠনতন্ত্র মোতাবেক সম্মেলনের মাধ্যমে আগামী দিনের নেতৃত্ব তৈরি করা হবে। তবে এবারের সম্মেলনের মাধ্যমে কমিটিতে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়া কিংবা বিদ্রোহী প্রার্থীর পক্ষে সমর্থনকারী ও মদদদাতাদের কমিটিতে জায়গা দেওয়া হবে না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com