শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৪:৩২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন আকমল হোসেন ও রেজাউল করীম রিজু। দিনব্যাপী সম্মেলন শেষে দায়িত্বশীল নেতৃবৃন্দ সভাস্থল থেকে গিয়ে রাতে নতুন কমিটি ঘোষণা করেন । শীঘ্রই ঘোষিত এ কমিটিকে পুর্নাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটির বরাবর প্রেরণ করার নির্দেশ দেয়া হয়েছে।
বুধবার (১৬ নভেম্বর) জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান, সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এনামুল কবির ইমন স্বাক্ষরিত পত্রে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে বর্তমান সভাপতি ও নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, সহ সভাপতি জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক পদে রেজাউল করীম রিজু ও সহ সাধারণ সম্পাদক আবুল হাসানের নাম ঘোষণা করে আংশিক কমিটি দেওয়া হয়।
উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি গঠনের লক্ষে সকাল ১১টা থেকে সন্ধা পর্যন্ত উপজেলা সদরের স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলনের কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি, সুনামগঞ্জ-৪ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আজিজুস সামাদ ডন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এনামুল কবীর ইমন সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ ।
এর আগে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করা হয়।
আনুষ্ঠনিকভাবে পতাকা উত্তোলন করেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলন নতুন কমিটি ঘোষনা ছাড়াই সন্ধ্যার দিকে সভার মূলতবি ঘোষণা করা হয়।
পরে জেলা নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আলাপ করে রাত ৮টার দিকে আংশিক নাম ঘোষণা করেন।
বিভিন্ন সুত্র জানায়, ত্রিধারায় বিভক্ত নেতা কর্মীদের সংঘর্ষ এড়াতে সভাপতি সম্পাদক সহ নতুন কমিটির নাম সম্মেলনে ঘোষনা করা হয়নি।
জানাযায় ,২০১৪ সালের ২১ ডিসেম্বর জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সন্মেলনে আকমল হোসেন সভাপতি ও রেজাউল করিম রিজু কে সাধারণ সম্পাদক করে ৬৭ সদস্য বিশিষ্ট পূনাঙ্গ কমিটি গঠন করা হয়। এরপর
দীর্ঘ ৮ বছর কমিটির মেয়াদ পেরিয়ে গেলেও করা হয়নি উপজেলা কমিটি।
একাধিকবার সম্মেলনের দিনক্ষণ ঠিক হলেও জেলা ও উপজেলা পর্যায়ে দলীয় গ্রুপিং ও কোন্দলের কারণে সম্মেলন করা হয়নি।
গত ৯ নভেম্বর রাতে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ১৬ নভেম্বর জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের দিন ঠিক করে উপজেলা আওয়ামী লীগ কে প্রস্তুতি নিতে নির্দেশ দেন।
সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন জানান, কেন্দ্রের সাথে আলাপ করে কমিটি ঘোষনা করা হয়েছে।
Leave a Reply