রবিবার, ০৬ Jul ২০২৫, ০৪:৩৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক.
সুনামগঞ্জের জগন্নাথপুরে সন্ত্রাসী দের গুলিতে নিহত জামাল মিয়া হত্যাকান্ডের ঘটনায় ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার নিহতের ছোট ভাই সৈয়দ হোসাইন মিয়া বাদী হয়ে সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসানসহ পাঁচজনের নাম উল্লেখ করে জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করেন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
উল্লেখ্য, গত শুক্রবার উপজেলার সৈয়দপুর গ্রামে তুচ্ছ বিষয় নিয়ে হোসাইন মিয়া ও হুসবান নূরের মধ্যে ঝগড়া হয় এরই জের ধরে প্রতিপক্ষের বন্দুকের গুলিতে হোসাইন মিয়ার বড়ভাই জামাল মিয়া তার পিতা আনহাই মিয়া ও চাচা আমিন মিয়া সহ গুলি বিদ্ধ ৬ জন সহ প্রায় ১৫ জন আহত হন।সিলেট ওসমানী হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় মারা যান জামাল মিয়া।
এ রির্পোট লিখা পর্যন্ত পুলিশ ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার ও অস্ত্র উদ্ধার করতে পারেনি।
Leave a Reply