নিজস্ব প্রতিবেদক : জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা – ২০২৩ জেলা পর্যায়ের প্রতিযোগিতায় সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ
প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন জগন্নাথপুর উপজেলার উত্তর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিনা খানম। সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় লিনা খানম প্রতিক্রিয়া জানিয়ে বলেন, জেলায় শ্রেষ্ঠ হওয়া মানে কাজের স্বীকৃতি দেওয়া
আমার দ্বায়িত্ব আরো বেড়ে গেলো।
আমি খুবই আনন্দিত। এ ছাড়া জেলার শ্রেষ্ঠ এসএমসি ( বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি) নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়নমূলক কর্মকান্ডের সাথে সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি।
বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই শিক্ষক বন্ধুদের যারা আমাকে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে উৎসাহিত করেছেন ও বিভিন্নভাবে পরামর্শ দিয়ে সহযোগিতা দিয়েছেন।
লিনা খানম কে বৃহস্পতিবার স্বাক্ষরিত পত্রের মাধ্যমে সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে ঘোষনা করেন সুনামগঞ্জ প্রাথমিক শিক্ষা কমিটি ২০২৩ এর সভাপতি ও জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী ও সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহন লাল দাস।
এর আগে লিনা খানম জগন্নাথপুর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন।
লিনা খানম জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
Leave a Reply