শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৭:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ জগন্নাথপুরে চিনা বাদাম প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত টানা ৩য় বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন হারুন রশীদ জগন্নাথপুরের লহড়ী গ্রামে লন্ডন প্রবাসীর বাড়ীতে ডাকাতি: অস্ত্রসহ দুইজন গ্রেফতার জগন্নাথপুরে হারানো লাখ টাকা খুঁজে উদ্ধার করে দিল থানা পুলিশ জগন্নাথপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন রানীগঞ্জ সেতুর পাশ থেকে বালু উত্তোলন- ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রতিবেদন দিতে আদালতের নির্দেশ জগন্নাথপুরে ধান চাল ক্রয় কার্যক্রমের উদ্বোধন: লটারির মাধ্যমে মনোনীত ৮১০ ভাগ্যবান কৃষক জগন্নাথপুর পৌরশহরে ৩৫ দোকানঘর  ভাড়া থানায় দিলেন ব্যবসায়ী গন জগন্নাথপুরে চুরি যাওয়া ৩টি টমটম উদ্ধার : গ্রেপ্তার ৪ 

জগন্নাথপুরে  ভোটের চালচিত্র

জগন্নাথপুরে  ভোটের চালচিত্র

নিজস্বপ্রতিবেদক :সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনের জগন্নাথপুর উপজেলার ভোট  কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল একেবারে  কম। অনেক ভোট কেন্দ্র ছিল ফাঁকা।  কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য ভোটারদের বাড়ি বাড়ি গিয়েও  আওয়ামী লীগ ও অংগসংগঠনের নেতাকর্মীরা ভোটারদের ভোট কেন্দ্রে আনতে পারেন নি। রোববার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে একটানা বিকেল ৪টা পর্যন্ত চলে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা জগন্নাথপুরের ইউএনও আল বশিরুল ইসলাম সন্ধা ৭টার দিকে এ প্রতিবেদক কে জানান, জগন্নাথপুর উপজেলার ৮৯টি কেন্দ্রের মধ্যে ৭৫টি কেন্দ্রের ফলাফলে নৌকার প্রার্থী পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বিপুল ভোটে  এগিয়ে আছেন।  ইউএনও ও সহকারী রিটার্নিং অফিসার জানান, উপজেলায় ২৫ শতাংশ ভোট কাস্টিং হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পৌরশহরের ইকড়ছই সিনিয়র হাফিজিয়া আলিয়া মাদরাসা, জগন্নাথপুর আদর্শ  সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়, হবিবপুর আব্দুল তাহিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি কেন্দ্রে ভোটার উপস্থিতি একেবারে কম।কোথাও কোথাও ভোটার উপস্থিতি নেই বললে চলে।  স্হানীয় আলীগ নেতা মাহবুবুল হক সিরামিসি হাইস্কুল কেন্দ্রে আখনি করেও ভোটার দের আনতে পারেনি।
সংবাদ কর্মী আমিনূর রহমান জিলু বলেন,
উপজেলার অনেক কেন্দ্র ঘুরে যতটুকু বুজেছি ভোটার উপস্হিতি একেবারে নগন্য ছিল। এধরণের নির্বাচন আগে দেখিনি।  ভোটের হার ৫% এর বেশী হবে না।
সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত এই সময়ের মধ্যে বেশির ভাগ কেন্দ্র প্রায় ভোটারশূন্য দেখা গেছে। তবে মাঝেমধ্যে আবার ভোটারের সংখ্যা কিছুটা দেখা গেছে।এদিকে ভোটারশূন্য কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়াতে প্রার্থী ও তাদের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ও সুফল মেলেনি।। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ক্ষমতাসীন দলের কিছু নেতাকর্মির  তৎপরতা দেখা গেছে ভোটারদের কেন্দ্রমুখী করতে।তাঁরা ছোট যানবাহন নিয়ে বাসা-বাড়িতে ছুটেন ভোটারদের কেন্দ্রে ফেরাতে। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রার্থীর সমর্থক বলেন, নির্বাচনে ভোটারদের আগ্রহ কম। ভোটকেন্দ্রে আসতে চান না। আমরা বাড়ি বাড়ি গিয়েও  তাদের ভোটকেন্দ্রে আনতে পারিনাই। সুনামগঞ্জ-৩ আসনে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের নৌকা প্রতীকের  প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকের অ্যাডভোকেট শাহীনুর পাশা চৌধুরী, জাতীয় পার্টির লাঙল প্রতীকের তৌফিক আলী মিনার ও বাংলাদেশ জাতীয় পার্টির মকবুল হোসেন। এই আসনে মোট ভোটার তিন লাখ ৪৪ হাজার ৬৫৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭৩ হাজার ৭২৮ জন, মহিলা ভোটার এক লাখ ৭০ হাজার ৯২১ জন ও হিজড়া ভোটার চারজন। মোট ভোটকেন্দ্র ১৪৫টি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com