বুধবার, ১৫ মে ২০২৪, ০৭:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লহড়ী গ্রামে লন্ডন প্রবাসীর বাড়ীতে ডাকাতি: অস্ত্রসহ দুইজন গ্রেফতার জগন্নাথপুরে হারানো লাখ টাকা খুঁজে উদ্ধার করে দিল থানা পুলিশ জগন্নাথপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন রানীগঞ্জ সেতুর পাশ থেকে বালু উত্তোলন- ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রতিবেদন দিতে আদালতের নির্দেশ জগন্নাথপুরে ধান চাল ক্রয় কার্যক্রমের উদ্বোধন: লটারির মাধ্যমে মনোনীত ৮১০ ভাগ্যবান কৃষক জগন্নাথপুর পৌরশহরে ৩৫ দোকানঘর  ভাড়া থানায় দিলেন ব্যবসায়ী গন জগন্নাথপুরে চুরি যাওয়া ৩টি টমটম উদ্ধার : গ্রেপ্তার ৪  জগন্নাথপুর পৌরশহরে ৫৫ দোকানঘর  ভাড়া থানায় দেওয়ার নির্দেশ পুলিশের জগন্নাথপুরে আদালতের নির্দেশ মোতাবেক বিজ্ঞপ্তি দিয়ে ও নির্ধারিত তারিখে দোকানঘর  নিলাম হয়নি!   সাংবাদিক শংকর রায়ের মৃত্যু তে প্রবাসী  সাংবাদিক তৌফিক আলী মিনার এর শোক

দোয়ারার শুটকী তৈরির কাজ পরিদর্শনে শান্তিগঞ্জের সিবিও সদস্যরা

দোয়ারার শুটকী তৈরির কাজ পরিদর্শনে শান্তিগঞ্জের সিবিও সদস্যরা

সামিউল কবির, শান্তিগঞ্জ থেকে:: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সিবিও সদস্যরা মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাস্তবায়নে কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারিজ এন্ড একুয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় অভিজ্ঞতা বিনিময় সফর করেন দোয়ারাবাজার উপজেলার আমবাড়ী শুটকী পল্লীতে।

 

 

 

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় অভিজ্ঞতা বিনিময়ে সুনামগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা, শান্তিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা, শান্তিগঞ্জের ইনাতনগর ও জয়কলস গ্রামের ২০ জনের সদস্য নিয়ে পৌছালে শুটকী ব্যবসায়ী দয়াময় দাস তাদের স্বাগতম জানান।

 

দোয়ারাবাজার উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার কান্তি বর্মণের পরিচালনায় আয়োজিত অভিজ্ঞতা বিনিময় সভায় মতামত পেশ করেন সুনামগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা শামশুল করিম, শান্তিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ফিল্ড কো-অর্ডিনেটর শফি উল্লাহ্ ও মাঠ সহায়তাকারী নিপেশ পাল, আমবাড়ী শুটকী পল্লীর ব্যবসায়ী দয়াময় দাস, রাখাল ও সাবেক ইউপি সদস্য মছব্বির মিয়া প্রমুখ।

 

 

শান্তিগঞ্জ সিবিও সদস্যগণ কে আমবাড়ী শুটকী পল্লীর দয়াময় দাস ও রাখাল দাস তাদের বিস্তারিত কার্যক্রম তুলে ধরেন এবং সকল কিছু পর্যবেক্ষণ করে সদস্যবৃন্দ অত্যন্ত অনুপ্রাণিত হন এবং তারা নিজেরাও ভবিষ্যতে শুটকী মাছের ব্যবসায় সফল হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com