নিজস্বপ্রতিবেদক: বৈষম্য বিরুধী ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (৯আগস্ট) জগন্নাথপুর উপজেলা বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দের অংশগ্রহনে জগন্নাথপুর পৌরসভার হবিবপুর এলাকায় এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সদস্য আবিবুল বারি আয়হানের সভাপতিত্বে ও বিএনপি নেতা মোঃ মিজানুর রহমানের পরিচালনায়, আলোচনা সভায় দোয়া মাহফিলের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মাওলানা মাছুম আহমদ, সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির নেতা সাংবাদিক মোঃ সানোয়ার হাসান সুনু, বিএনপি নেতা মোঃ আব্দুল ওয়াহাব, যুবদল নেতা আনছার মিয়া, যুবদল নেতা, সুহেদ আহমদ, আফরোজ আলী, হিফজুর রহমান তালুকদার জিয়া, শামিনুর রহমান, আবদুল কাইয়ুম বাবর, মাহবুবুর রহমান, রিপন মিয়া সহ আরো অনেকে।
এসময় জগন্নাথপুর উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও সহযোগী অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভা শেষে বৈষম্য বিরুধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহতদের রুহের মাগফিরাত ও সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্হতা কামনা করে মহান আল্লাহ পাকের দরবারে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সেচ্ছাসেবক দল নেতা মাছুম আহমদ।
Leave a Reply