সোমবার, ০৫ মে ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সুবিপ্রবি’র ক্যাম্পাস নির্ধারিত স্থানে দ্রুত নির্মাণের দাবিতে আলোচনা সভা অন্য যাত্রীদের কষ্ট বিবেচনায় বিমানের প্রস্তাব নাকচ খালেদা জিয়ার দুই পুত্রবধু সঙ্গে নিয়ে সোমবার দেশে ফিরছেন খালেদা জিয়া জগন্নাথপুরে এ আলী ট্রেডার্সের টাইলস ও স্যানিটারি শাখার উদ্বোধন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ উপলক্ষে জগন্নাথপুরে  প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সুবিপ্রবিতে প্রথমবারের মতো ‘যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষা বিষয়ক’ সেমিনার অনুষ্ঠিত  জগন্নাথপুরে ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আহত  শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত স্বৈরাচারী শাসনের অবৈধ আদেশ পালন করতে গিয়ে পুলিশ জনরোষের শিকার হয়েছে: ড.ইউনূস উপাচার্যকে নিয়ে মানহানিকর বিবৃতি প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন 

জগন্নাথপুরে সাম্প্রদায়িক  সম্প্রীতি রক্ষায়  আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

জগন্নাথপুরে সাম্প্রদায়িক  সম্প্রীতি রক্ষায়  আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ সেনা বাহিনীর জগন্নাথপুর ক্যাম্পের আয়োজনে  সাম্প্রদায়িক  সম্প্রীতি রক্ষায় জগন্নাথপুরে  আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা সোমবার বিকেলে  অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম এর সভাপতিত্বে এতে বক্তব্য দেন সেনা ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন আরিফুল ইসলাম, সিনিয়র ওয়ারেন্ট অফিসার হুমায়ুন, ওয়ারেন্ট অফিসার হোসেন, সহকারী কমিশনার ভূমি রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা, জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম, জগন্নাথপুর প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ সানোয়ার হাসান সুনু, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসান, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঙ্গুর মিয়া,রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছদরুল ইসলাম, আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব খান, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক মিয়া, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিমুদ্দিন,,সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া মাদ্রাসার অধ্যক্ষ ড. সৈয়দ রেজওয়ান আহমেদ, হলিয়ারপাড়া মাদ্রাসা অধ্যক্ষ ড. মইনুল ইসলাম পারভেজ, রানীগঞ্জ মাদ্রাসার ভারপ্রাপ্ত  অধ্যক্ষ মাওলানা ইসহাক আহমেদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সতীশ গোস্বামী, জগন্নাথপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব,কোষাধ্যক্ষ আব্দুল হাই,মীরপুর ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর দেব,পাইলগাঁও ইউনিয়ন নেতা সেবক রঞ্জন দে,  কলকলিয়া ইউনিয়নের কমিউনিটি নেতা জীতেন দেবনাথ,  রানীগঞ্জ ইউনিয়ন নেতা বিদ্যুৎ রায় প্রমুখ সভায় উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রনয় কান্তি সূত্রধর খোকন,সাধারণ সম্পাদক সুধাংশু শেখর রায় বাচ্ছুসহ কমিউনিটি নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় সেনা ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন আরিফুল ইসলাম বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। দেশের কোথাও এখন ও কোন সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি।  দেশের স্বার্থে সেনা বাহিনী মাঠে রয়েছে। কাউকে কোন অপকর্ম করতে দেয়া হবে না।  অন্তবর্তী সরকার কে সবাই সহযোগিতা করুন। দেশকে এগিয়ে নিতে হবে। তিনি জগন্নাথপুরের সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে  কে সচেতনতার সহিত একযোগে  কাজ করার আহ্বান জানান।
ইউএনও আলবশিরুল ইসলাম বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমাদের কে মিলেমিশে কাজ করতে হবে।তিনি সবাইকে সজাগ থাকার আহবান জানান।
জগন্নাথপুর প্রেসক্লাব সাধারন সম্পাদক সিনিয়র সাংবাদিক মোঃ সানোয়ার হাসান সুনু বলেন, আমাদের ছাত্রছাত্রী সন্তানরা বৈষম্য বিরুধী আন্দোলন করতে গিয়ে দেশের মানুষের অধিকার প্রতিষ্টায় জীবন উৎসর্গ করেছেন।  তাদের এই আত্মদান জাতী কখনো ভূলবে না। তাদের রুহের মাগফিরাত কামনা করে তিনি বলেন,  বৈষম্য বিরুধী আন্দোলনে নিহতদের মহান আল্লাহ পাক যেন শহীদ হিসাবে কবুল করে জান্নাতবাসী করেন। তিনি বর্তমান সরকারের কাছে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে গন হত্যার বিচার দাবী করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com