নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি, বিশিষ্ট আইনজীবী আলহাজ্ব মল্লিক মো. মঈন উদ্দিন সোহেলকে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। অতিরিক্ত পিপি হিসাবে নিয়োগ পেয়েছেন জগন্নাথপুর উপজেলা বিএনপির সহসভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্নসম্পাদক এডভোকেট ডক্টর জিয়াউর রহিম শাহিন ও এপিপি হিসাবে নিয়োগ পেয়েছেন রানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ও সুনামগঞ্জ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রচার সম্পাদক আজমল হোসাইন। রোববার মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপ-সলিসিটর ( জিপি/পিপি) সানা মো. মাহরুফ হোসাইনের স্বাক্ষরিত এক পত্রে সুনামগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেটকে এ নিয়োগের বিষয়টি অবহিত করা হয়।
উল্লেখ্য, এই তিন আইনজীবী জগন্নাথপুর উপজেলার বাসিন্দা। অ্যাডভোকেট মল্লিক মো. মঈন উদ্দিন সোহেল উপজেলার সৈয়দপুর (মল্লিকপাড়া) গ্রামের মরহুম কাজী জহির উদ্দিনের ছেলে।
অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন জগন্নাথপুর পৌরসভার হবিবপুর এলাকার আলহাজ্ব আব্দুর রহিম মাস্টারের ছেলে এবং অ্যাডভোকেট আজমল হোসেইন রানীগঞ্জের ডাক্তার আলমাস মিয়া ছেলে।
এদিকে জগন্নাথপুরের কৃতী সন্তান প্রথিতযশা আইনজীবী মল্লিক মঈন উদ্দিন সুহেল, ডক্টর জিয়াউর রহিম শাহিন ও এডভোকেট আজমল হোসেইন সরকারের আইন কর্মকর্তা হিসাবে নিযুক্ত হওয়ায় জগন্নাথপুর প্রেসক্লাবের পক্ষ থেকে ভারপ্রাপ্ত সভাপতি তাজ উদ্দিন আহমদ ও সাধারন সম্পাদক মোঃ সানোয়ার হাসান সুনু অভিনন্দন জানিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নবনিযুক্ত বিজ্ঞ আইনকর্মকর্তা গন গরীব-দুঃখী সহ সমাজের সকল শ্রেনীর মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply