শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:৫৫ পূর্বাহ্ন
নিজস্বপ্রতিবেদক: লন্ডনের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জনতার আওয়াজ এর উপদেষ্টা সম্পাদক , বিশিষ্ট লেখক, গবেষক ও সাংবাদিক সায়েক এম রহমান তালুকদার ১১ নভেম্বর ২০২৪ সকাল ১১ টায় আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন।তিনি ঢাকায় কিছু দিন কর্মব্যস্ত সময় পার করে সম্প্রতি নীজ জন্মস্থান জগন্নাথপুরে আসেন।
তিনি অবরুদ্ধ বাংলাদেশ একক এবং একটি ভোরের প্রতীক্ষা যৌথভাবে লিখেছেন। বিগত ১৬ বছর তিনি ফ্যাসিবাদ এর বিরুদ্ধে ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ ফিচার লিখেছেন। তিনি লন্ডনে বসবাস করেন।
তিনি বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব ও ভূমিকা পালন করছেন। প্রায় ১৩ বছর পরে তিনি বাংলাদেশে লন্ডন থেকে নিজ জন্মভূমিতে পা রাখলেন।জাতীয় মানবাধিকার সমিতির নেতৃবৃন্দ আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান। জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, আর কে রিপন এবং গোলাম মোস্তফা এর নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় সায়েক এম রহমান বলেন, আল্লাহর অশেষ শুকরিয়া ১৩ বছর পর নিজের জন্মভূমিতে পা রাখলাম। তিনি বলেন, অবরুদ্ধ বাংলাদেশ বইটি লিখে বাংলাদেশের মাটিতে পা রাখতে পারলাম। তিনি বলেন, আমাদের অপেক্ষা শেষ হয়েছে। একটি ভোরের প্রতীক্ষা শেষ হয়েছে নতুন শহীদ আবু সাঈদ ও শহীদ মুগ্ধর রক্তের বিনিময় অর্জিত বাংলাদেশর মাটিতে প্রাণভরে নিশ্বাস নিতে পারছি আর কিছু চাওয়ার নেই। তিনি আরো বলেন, প্রথমে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর বাবার কবর জিয়ারত এর মাধ্যমে পথ চলা শুরু করেছি। ইতি মধ্যে স্হানীয় প্রেসক্লাব ও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সৌজন্য বৈঠক হয়েছে। এলাকার বিভিন্ন সংগঠনের সাথে আরো বৈঠক হবে বলে আশা করছি।
Leave a Reply