শনিবার, ০৫ Jul ২০২৫, ০৭:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ধর্ষণের পর কিশোরীকে নদীরপাড়ে ফেলে গেল প্রেমিক! জগন্নাথপুরে মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরি জগন্নাথপুর উপজেলা বিএনপির সভায় বক্তারা, কয়সর আহমদকে বিএনপির প্রার্থী হিসাবে দেখতে চাই এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু চিলাউড়া হলদিপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠন জগন্নাথপুরে সেনাবাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গুলি বিনিময়কালে সেনেটারি মিস্ত্রি নিহত  ভূয়া নির্বাচনের কারিগর নূরুল হুদাকে জুতাপেটা দিয়ে পুলিশে সৌর্পদ সাবেক ৩ সিইসির বিরুদ্ধে বিএনপির মামলা ডিসেম্বরে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ডা. তাহের ‘হতাশ’ নেতানিয়াহু, ট্রাম্পকে দ্রুত যুদ্ধের মাঠে চান: বিশ্লেষক

দীর্ঘ বঞ্চনার পর পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন জগন্নাথপুরের কৃতী সন্তান সামী 

দীর্ঘ বঞ্চনার পর পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন জগন্নাথপুরের কৃতী সন্তান সামী 

নিজস্ব প্রতিবেদক :
বিএনপি পরিবারের সন্তান হওয়ায় প্রমোশন থেকে বঞ্চিত ছিলেন ২৮ তম বিসিএস পুলিশ কর্মকর্তা মল্লিক আহসান উদ্দিন সামী’। তার পিতা সুনামগঞ্জ জেলা বিএনপির দীর্ঘ দিনের সহসভাপতি মল্লিক মঈন উদ্দিন সুহেল। বাবা বিএনপির রাজনীতিতে যুক্ত থাকায় বিগত পতিত স্বৈরচার শেখ হাসিনার আমলে দীর্ঘ প্রায় এক যুগ ধরে পদন্নোতি  থেকে বঞ্চিত ছিলেন এই মেধাবী সৎ পুলিশ কর্মকর্তা মল্লিক আহসান উদ্দিন সামী। অবশেষে দীর্ঘ লাঞ্ছনা-বঞ্চনার পর জগন্নাথপুরের কৃতি সন্তান মল্লিক আহসান উদ্দিন সামী পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন। বুধবার প্রেসিডেন্টের আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদায় চৌকস ওই পুলিশ কর্মকর্তাকে পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া  হয়েছে।
বর্তমানে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বর্তমান পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং জেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সহসভাপতি  বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য উপজেলার  সৈয়দপুর মল্লিকপাড়া গ্রামের বাসিন্দা অ্যাডভোকেট মল্লিক মো. মঈন উদ্দিন সোহেলের জ্যেষ্ঠ পুত্র মল্লিক আহসান উদ্দিন সামী ২০১০ সালে সহকারী পুলিশ সুপার হিসাবে পুলিশ বিভাগে তার কর্মজীবন শুরু করেন।
তিনি সুনামগঞ্জের দ্বীনি সিনিয়র আলিম মডেল মাদ্রাসা থেকে দাখিল ও আলিম  শেষ করে  ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসন বিভাগে কৃতিত্বের সাথে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী সম্পন্ন করেন। এরপর ২৮ তম বিসিএস-এ উত্তীর্ণ হয়ে পুলিশ ক্যাডারে যোগদান করেন এবং ২০১০ সাল থেকে সহকারী পুলিশ সুপার পদে কর্মজীবন শুরু করেন। তাঁর স্ত্রী সৈয়দা সুমাইয়া ইফা পেশায় একজন চিকিৎসক। মেধাবী পুলিশ কর্মকর্তা আহসান সামী’  ১৯৮৪ সালে জন্মগ্রহন করেন।দীর্ঘ প্রতীক্ষার প্রহর শেষে জগন্নাথপুরের কৃতি সন্তান মল্লিক আহসান উদ্দিন সামী পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করায় নিজ উপজেলার আত্মীয়-স্বজন ও বন্ধুমহলে আনন্দ বইছে।
অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে শুভেচ্ছা জানাচ্ছেন।
উল্লেখ্য, বিশিষ্ট আইনজীবী ও বিএনপি নেতা অ্যাডভোকেট মল্লিক মো. মঈন উদ্দিন সোহেল তিন ছেলে ও এক মেয়ের জনক। মেয়ে মল্লিক সাহিদা বেগম লিনা স্বামীর সঙ্গে যুক্তরাজ্যে বসবাস করছেন। পেশায় তিনি একজন শিক্ষিকা। দ্বিতীয় ছেলে মল্লিক শামসুদ্দিন জামী সোনালী ব্যাংক সুনামগঞ্জ শাখার প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত রয়েছেন এবং ছোট ছেলে মল্লিক ওয়াসি উদ্দিন তামী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্ব সম্পন্ন করে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছেন।
ছেলের এ অর্জনে অনুভূতি প্রকাশ করে সিনিয়ির আইনজীবী মল্লিক মো. মঈন উদ্দিন সোহেল বলেন, আমি আমার সন্তানদের সর্বদা সৎ পথে থেকে নিজের অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনসহ মানবসেবার শিক্ষা দিয়ে যাচ্ছি। দীর্ঘ অপেক্ষার পর আমার ছেলের পদোন্নতি হয়েছে। আমি বিএনপির রাজনীতি করায় এত দিন তাঁকে পদোন্নতি থেকে বঞ্চিত করে নানা ভাবে হয়রানী করা হচ্ছিল। দীর্ঘ দিন পর তার পদন্নোতিতে আমি মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। সে যেন সততা ও ন্যায়পরায়ণতার সাথে মানুষের কল্যানে কাজ করতে পারে এজন্য সকলের নিকট আমার সন্তানদের জন্য দোয়া কামনা করছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com