শনিবার, ১৭ মে ২০২৫, ০৮:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ফসল কর্তন সমাপনী উৎসব  গোলাভরা ধানে  কৃষক-কৃষাণীর মধ্যে আনন্দ-উচ্ছ্বাস। জগন্নাথপুরে যুবক কে গলা কেটে হত্যা  শান্তিগঞ্জের পাইকাপনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আব্দুল্লাহ ফাউন্ডেশন শান্তিগঞ্জে দুই আসামী গ্রেফতার বিএনপি নেতা কয়ছর আহমদের অনুপ্রেরণায় জগন্নাথপুরে  চক্ষু চিকিৎসা পেলেন সহস্রাধিক রোগি বিএনপি নেতা কয়ছর আহমদের অনুপ্রেরনায় জগন্নাথপুরে ফ্রি চক্ষু ক্যাম্প মঙ্গলবার শান্তিগঞ্জে সাংবাদিকদের সাথে এমপি প্রার্থী সৈয়দ তামিম আহমদের মতবিনিময়  জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমীক ভবন নির্মাণে ব্যাপক অনিয়ম সুনামগঞ্জে সাহিত্য সংসদ গণপাঠাগারের রবীন্দ্রজয়ন্তী পালন শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন

জগন্নাথপুরে যুবক কে গলা কেটে হত্যা 

জগন্নাথপুরে যুবক কে গলা কেটে হত্যা 

নিজস্বপ্রতিবেদক:সুনামগঞ্জের জগন্নাথপুরে ঘাস কাটার জন্য এসে সৈয়দুল ইসলাম (২৪) নামের এক যুবক খুন হয়েছেন। তাকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হয়েছে।
নিহত সৈয়দুল ইসলাম   উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের মেঘারকান্দি গ্রামের ইউনুস  আলীর ছেলে।ময়নাতদন্তের জন্য লাশ শনিবার ১৭ মে সকালে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শুক্রবার  সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামের ফসলি জমি থেকে ওই যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে জগন্নাথপুর থানা পুলিশ।পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানান, শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে সৈয়দুল ইসলাম ঘাস কাটার জন্য রৌয়াইল গ্রামে আসেন। পরে বিকেল পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি করেন।  একপর্যায়ে রৌয়াইল গ্রামে ফসলি জমিতে তার গলাকাটা লাশ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।  সৈয়দুলের ভাই মোঃ  সোহেল মিয়া বলেন, ‘ তার ভাই সৈয়দুল ইসলাম  শুক্রবার সকাল সাড়ে ৯ টার  বাড়ি থেকে ভাত খেয়ে বস্তা ও কাস্তে হাতে নিয়ে ঘাস কাটতে যায়। আমরা খোঁজাখুজি  করে পাইনি। তিনি আরো বলেন,  আমার ভাইকে নৃশংসভাবে খুন করা হয়েছে। আমরা জড়িত ব্যক্তিদের  দৃষ্টান্তমূলক বিচার চাই। এ বিষয়ে জগন্নাথপুর থানার  অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঞা  বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ওই যুবকের মাথায় আঘাত, গলায় কাটা ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা কাঁচি উদ্ধার করা হয়েছে। ওসি আরও বলেন,  মামলা প্রক্রিয়াধীন জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com