নিজস্বপ্রতিবেদক:
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার বাজেট পেশ করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে মোট আয় দেখানো হয়েছে ২১ কোটি ৩৮ লক্ষ ৫০ হাজার টাকা। মোট ব্যয় দেখানো হয়েছে ২১ কোটি ২৮ লক্ষ ৫০ হাজার টাকা। সোমবার সকাল ১১ টায় পৌর মিলনায়তনে বাজেট ঘোষনা করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ। বাজেটে উদ্বৃত্ত দেখানো হয় ১০ লক্ষ টাকা। পৌর ভবনে বাজেট পেশ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর প্রশাসক বরকত উল্লাহ’র সভাপতিত্বে ও উপ সহকারী প্রকৌশলী সতিশ গোস্বামীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ হেলাল আবেদীন,জগন্নাথপুর প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ সানোয়ার হাসান সুনু, পৌরসভার কাউন্সিলরের দ্বায়িত্ব প্রাপ্ত উপজেলা প্রকৌশলী মোঃ সোহরাব হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুব আলম সহ আরো অনেকে।এসময় জগন্নাথপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ পৌরসভার কর্মকর্তা- কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply