ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ৩ ( জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনে কে হচ্ছেন বিএনপির প্রার্থী এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে এ আসনের ভোটার দের মধ্যে। এ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘনিষ্ঠজন হিসাবে পরিচিত যুক্তরাজ্য বিএনপির সাধারন সম্পাদক বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তরুন নেতা কয়ছর এম আহমদ দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে দৃড়ভাবে আশাবাদ ব্যক্ত করে তিনি এ প্রতিবেদক কে বলেন,নীতি নির্ধারণী মহলের গ্রীন সিগনাল পেয়ে-ই নির্বাচনী এলাকায় গনসংযোগ চালিয়ে যাচ্ছি। জগন্নাথপুর ও শান্তিগন্জ্ঞের মানুষের জন্য আমি কাজ করতে চাই। তিনি প্রায় প্রতিদিনই বিভিন্ন জায়গায় সভা-সমাবেশ করছেন। দলের নেতাকর্মী দের নিয়ে একাধিক কর্মীসভা করছেন। তিনি বলেন মনোয়ন পেলে জগন্নাথপুর ও শান্তিগন্জ্ঞ উপজেলা বাসীর সমর্থন আমি পাব ইনশাআল্লাহ। মহান আল্লাহ পাকের অশেষ রহমতে বিএনপি যদি সরকারে আসে তবে জগন্নাথপুর ও শান্তিগন্জ্ঞে সুষম উন্নয়ন হবে।আমরা কোন বৈষম্য করবো না।
এদিকে দলের মনোয়ন পেতে জোর লবিং করছেন মুক্তিযুদ্ধা দলের ভারপ্রাপ্ত সভাপতি, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি বীর মুক্তিযুদ্ধা এম এ মালেক খান তিনি জানান, আমি কেন্দ্রের গ্রীন সিগনাল পেয়ে আমার নির্বাচনী এলাকায় গনসংযোগ চালিয়ে যাচ্ছি। তিনি জানান,২০০৫ ইং সনে উপনির্বাচনে এ আসনে আমাকে মনোয়ন দেওয়া হয়েছিল পরে জোটের কারনে মাওলানা শাহিনূর পাশা কে মনোয়ন দেওয়া হয়। কেন্দ্রের সিদ্ধান্ত আমি মেনে নেই। দল এবার আমাকে মনোয়ন দেবে বলে আমি খুবই আশাবাদী।
বিএনপির মনোনয়ন পেতে জোর লবিং করছেন একাধিক প্রবাসী নেতা। অনেকেই দলের মনোনয়ন পেতে কেন্দ্রীয় বিভিন্ন নেতার সাথে
যোগাযোগ করছেন। আগামী নির্বাচনে এ আসনে বিএনপির মনোনয়ন পেতে আরো যারা নানা ভাবে লবিং করছেন তারা হলেন, মেজর (অব:) আসফাক শামী,যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি এম এ সাত্তার, যুক্তরাজ্য বিএনপি নেতা ব্যারিস্টার আনোয়ার হোসেন, যুক্তরাজ্যের সুইন্ডন বিএনপির সাবেক সভাপতি এমএ কাহার। এদিকে জমিয়ত নেতা সৈয়দ তালহা আলম ও ধানের শীষ প্রতিক নিয়ে জোটবদ্ধ নির্বাচনের ব্যাপারে আশা বাদী বলে জানিয়েছেন। তিনিও গনসংযোগ চালিয়ে যাচ্ছেন। তবে খুব সহসাই এ আসনের প্রার্থী চুড়ান্ত করা হবে বলে বিএনপির নীতি নির্ধারনী মহল সুত্রে জানা গেছে।
Leave a Reply