রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৭:৪৭ অপরাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি::
দৈনিক সোনালী কণ্ঠের সিলেট বিভাগীয় প্রধান মো. ইসলাম আলী, দৈনিক শ্যামল সিলেটের স্টাফ রিপোর্টার নিজাম উদ্দিন টিপু এবং দৈনিক সবুজ সিলেটের স্টাফ রিপোর্টার হিলাল উদ্দিন শিপুর পিতা ও বিশিষ্ট মুরুব্বি আব্দুর নুর-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে শান্তিগঞ্জ প্রেসক্লাব।
মঙ্গলবার(০৪ নভেম্বর) সন্ধ্যায় এক শোকবার্তায় প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির (দৈনিক সকালের সময়, দৈনিক সবুজ সিলেট, সিলেটভিউ২৪), সহ-সভাপতি এম.এ কাশেম চৌধুরী(দৈনিক মৌমাছির কন্ঠ) মো. শফিকুল ইসলাম (দৈনিক বাংলার প্রতিচ্ছবি, দৈনিক হাওরাঞ্চলের কথা), সাধারণ সম্পাদক মো. নুরুল হক (দৈনিক আমাদের সময়, দৈনিক সিলেটের ডাক), যুগ্ম সাধারণ সম্পাদক মো. খালেদ হাসান (দৈনিক সকালের শিরোনাম), সাংগঠনিক সম্পাদক ছায়াদ হোসেন সবুজ(দৈনিক কালের কন্ঠ, ডেইলি অবজারভার) অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব(দৈনিক ভোরের চেতনা, দৈনিক বিজয়ের কন্ঠ) দপ্তর সম্পাদক মো. মান্নার মিয়া (দৈনিক সংগ্রাম, দৈনিক জালালাবাদ), আইন বিষয়ক সম্পাদক মো. তৈয়বুর রহমান (দৈনিক ডেল্টা টাইমস), তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক উসমান গনি (দৈনিক স্বাধীন বাংলা, মর্নিং পোস্ট), প্রচার সম্পাদক ছালিক আহমদ( দৈনিক ডেল্টা টাইমস) ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু খালেদ(দৈনিক সংগ্রাম প্রতিদিন) সিনিয়র সদস্য এম.এ কাশেম (দৈনিক ভোরের ডাক, শ্যামল সিলেট), আবুল কালাম(সুনামগঞ্জের দিনকাল), আব্দুল কাদির জীবন(রেড টাইমস ডটকম), নির্বাহী সদস্য আবিদ উদ্দিন(দৈনিক আলোকিত সকাল), শাহনুর সুলতান(দৈনিক জনতার খবর), দিলিপ কুমার দাস(দৈনিক প্রভাতী বাংলাদেশ), ইমরানুল হাসান(দৈনিক দেশচিত্র), নাসির মিয়া(সিলেটবার্তা২৪), মো. জাকির হোসেন(সুনামদিগন্ত), আহমেদ উসমান(দক্ষিণ সুনামগঞ্জ২৪) মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রেসক্লাব নেতৃবৃন্দ তাঁদের শোকবার্তায় বলেন—আব্দুর নুর ছিলেন এক সহজ-সরল, ন্যায়পরায়ণ, ধর্মপ্রাণ ও বিনয়ী মানুষ। সমাজসেবায় তাঁর নিবেদন ছিল গভীর ও অনুকরণীয়। তাঁর মৃত্যুতে পরিবার যেমন হারিয়েছে এক স্নেহময় অভিভাবককে, তেমনি সমাজ হারিয়েছে এক প্রজ্ঞাবান, নীতিবান ও সৎচিন্তার মানুষকে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক টিপু ও শিপুর পিতা আব্দুন নুর ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
Leave a Reply