নিজস্বপ্রতিবেদক: “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি” এমন প্রত্যয়ে সুনামগঞ্জের জগন্নাথপুরে উদ্বোধন হলো জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫।
বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে আব্দুস সামাদ আজাদ অডিটরিয়াম মাঠে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা খালেদ মোঃ সাইফুল্লাহর সভাপতিত্বে এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ।
এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) মহসিন উদ্দিন, উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন, এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজন আকন্দ।
অনুষ্ঠানের শুরুতে জগন্নাথপুর উপজেলা মডেল মসজিদের খাদেম শফিকুল ইসলাম কুরআন তেলাওয়াত করেন এবং উপজেলা সমবায় কর্মকর্তা রাজমনি সিংহ গীতা পাঠ করেন। বক্তব্য রাখেন সাংবাদিক শাহজাহান মিয়া, শাহ ফুজায়েল, এবং সফল খামারি হারিছ উদ্দিন।
একটি বর্ণাঢ্য র্যালী পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার পর অতিথিবৃন্দ প্রদর্শনীর স্টলগুলো পরিদর্শন করেন। স্টল পরিদর্শন শেষে প্রাণিসম্পদ খাতে সফলতা অর্জনকারী উদ্যোক্তা, প্রাণির খাদ্য ও ওষুধ বিক্রেতাদের সম্মাননা সনদ ও সম্মানি প্রদান করা হয়। এছাড়াও, সপ্তাহব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সপ্তাহব্যাপী এই কর্মসূচি আগামী ২ ডিসেম্বর পর্যন্ত চলবে।
Leave a Reply