শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:০৪ অপরাহ্ন
জগন্নাথপুর নিউজ ডেস্ক:: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যাগে উপজেলা পরিষদের এডিপির অর্থায়নে
আধুনিক কৃষি প্রযুক্তি ও উৎপাদন বৃদ্ধির কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা বুধবার অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রশিক্ষনে উপজেলার ৬০ জন কৃষক-কৃষানী অংশ নেন। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্ধোধন করেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রথম আলোর জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি অমিত দেব।
সমাজকর্মী জাহাঙ্গীর আলম জামাল এর পরিচালনায় প্রশিক্ষক হিসেবে উপস্হুিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, কৃষি সম্প্রসারন কার্যালয়ের উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা তপন চন্দ্র শীল।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব বলেন,শেখ হাসিনার সরকার কৃষিবান্ধব সরকার। কৃষির উন্নয়নে সরকার আন্তরিক। তাই কৃষকরা সরকারের নানা সুযোগ সুবিধা পাচ্ছেন। কৃষকের সুবিধা নিশ্চিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এর জন্য দোয়া কামনা করেন।
Leave a Reply