রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:৫৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের জগন্নাথপুুর পৌরশহর থেকে অবৈধ কারেন্টজাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে।
সোমবার জগন্নাথপুর উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়াহিদুল আবরার নেতৃত্বে পৌরশহরের জগন্নাথপুর সদর বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন দোকানঘর থেকে দুই হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল উদ্ধার করা হয়। পরে উপজেলা উপজেলা পরিষদ প্রাঙ্গনে জব্দকৃত নিষিদ্ধজালগুলো আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে।
জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়াহিদুল আবরার জগন্নাথপুর নিউজ ডটকমকে জানান, দুই হাজার মিটার অবৈধ কারেন্টজাল সদর বাজার থেকে অভিযান পরিচালনার মাধ্যমে উদ্ধার করা হয়। জালগুলোর আনুমানিক বাজার দর ২০ হাজার টাকা হবে। জব্দকৃত জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।
Leave a Reply