রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:৩০ পূর্বাহ্ন
জগন্নাথপুর নিউজ ডেস্ক:: জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু বার্ষিকী ১৫ আগষ্ট উদযাপন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যাগে এক প্রস্তুুতি সভা সোমবার দুপুরে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম’র সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সামছু উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল ইসলাম, জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়াহিদুল আবরার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা একরামুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোখলেছুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, শ্রীরামসি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাজের আলী, রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, জগন্নাথপুর আর্ট স্কুলের অধ্যক্ষ প্রনব বনিক, চাঁদ বোয়ালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, মাওলানা তাজুল ইসলাম আলফাজ, আাব্দুল খালিক প্রমুখ।
সভায় উপজেলার কলেজ,মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহনে বঙ্গবন্ধুর জীবনবৃত্তান্ত নিয়ে রচনা প্রতিযোগীতা, ৭ ই মার্চের ভাষন ও চিত্রাঙ্কন প্রতিযোগীতার সিদ্ধান্ত নেয়া হয়।
Leave a Reply