শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১০:২১ পূর্বাহ্ন
জগন্নাথপুর নিউজ ডটকম ডেস্ক : সোমবার (২ এপ্রিল) থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। এবার ৮ হাজার ৯৪৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন শিক্ষার্থী পরীক্ষায় বসবে।
বুধবার (২৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শিক্ষামন্ত্রী বলেন, আগামী ২ এপ্রিল থেকে সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রশ্ন ফাঁস ঠেকাতে পরীক্ষা শুরুর ২৫ মিনিট পূর্বে প্রশ্নপত্রের খাম খোলা হবে। পরীক্ষা চলবে ১৩ মে পর্যন্ত। ১ এপ্রিল সরকারি ছুটি হওয়ায় একদিন পিছিয়ে পরীক্ষার রুটিন তৈরি করা হয়েছে।
গতবছরের তুলনায় এই বছর পরীক্ষার্থী বেড়েছে ১ লাখ ২৭ হাজার ৭৭১ জন। মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২ হাজার ৫৪১টি কেন্দ্রে।
এসএসসি পরীক্ষায় ঢালাওভাবে প্রশ্নপত্র ফাঁসের সমালোচনাকে সাথে নিয়েই এবারের এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে নেওয়া হয়েছে অনেকগুলো পদক্ষেপ। ‘আগের অভিজ্ঞতা’ কাজে লাগিয়ে এবার ‘কঠোর পদক্ষেপ’ নেওয়ায় এইচএসসিতে প্রশ্ন ফাঁস হবে না বলেই আশা করছেন শিক্ষামন্ত্রী।
এবারের এইচএসসিতে পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে লটারির মাধ্যমে প্রশ্নপত্রের সেট নির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া এসএসসির মত এইচএসসিতেও পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের বাধ্যতামূলকভাবে পরীক্ষার হলে বসতে হবে। তাছাড়া মোবাইল ফোন বা ডিজিটাল ডিভাইস বহনে নিষেধাজ্ঞাও আগের মতই বহাল থাকছে।
এরই সাথে বৃহস্পতিবার (২৯ মার্চ) থেকে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত বন্ধ থাকবে এইচএসসি কোচিং সেন্টার।
সংবাদ সম্মেলনে কোচিং সেন্টার বেআইনি উল্লেখ করে নাহিদ বলেন, “সব ধরনের কোচিং সেন্টারই বেআইনি। আমরা হয়ত আইন প্রয়োগ করে নিজেরা বন্ধ করতে পারি না, আইনশৃঙ্খলা বাহিনী (কোচিং সেন্টার) বন্ধ করে। কোনো ধরনের কোচিং সেন্টারই আইনগত অ্যালাউড না।”
এবারের এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা চলবে ২ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত। আর ১৪ থেকে ২৩ মের মধ্যে হবে ব্যবহারিক পরীক্ষা।
এসময় উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক মাহবুবুর রহমান, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক ও শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
Leave a Reply