শুক্রবার, ১০ মে ২০২৪, ০৭:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন রানীগঞ্জ সেতুর পাশ থেকে বালু উত্তোলন- ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রতিবেদন দিতে আদালতের নির্দেশ জগন্নাথপুরে ধান চাল ক্রয় কার্যক্রমের উদ্বোধন: লটারির মাধ্যমে মনোনীত ৮১০ ভাগ্যবান কৃষক জগন্নাথপুর পৌরশহরে ৩৫ দোকানঘর  ভাড়া থানায় দিলেন ব্যবসায়ী গন জগন্নাথপুরে চুরি যাওয়া ৩টি টমটম উদ্ধার : গ্রেপ্তার ৪  জগন্নাথপুর পৌরশহরে ৫৫ দোকানঘর  ভাড়া থানায় দেওয়ার নির্দেশ পুলিশের জগন্নাথপুরে আদালতের নির্দেশ মোতাবেক বিজ্ঞপ্তি দিয়ে ও নির্ধারিত তারিখে দোকানঘর  নিলাম হয়নি!   সাংবাদিক শংকর রায়ের মৃত্যু তে প্রবাসী  সাংবাদিক তৌফিক আলী মিনার এর শোক জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায় আর নেই: প্রেসক্লাবের শোক এবার ৩২ টাকা কেজিতে ৫ লাখ টন ধান,   ১২ লাখ টন চাউল কিনবে সরকার 

জগন্নাথপুরে জমি দখলের অভিযোগ

জগন্নাথপুরে জমি দখলের অভিযোগ

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের জগন্নাথপুরে দরিদ্র ভূমিহীন পরিবারের জমি প্রভাবশালী মহল কর্তৃক দখলের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কলকলিয়া গ্রামে। এ ঘটনায় বুধবার বিকেলে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্থানীয় সাঙ্গিয়ারগাঁও গ্রামের ভূমিহীন পরিবারের মৃত সোনাহর আলী সুন্দর এর ছেলে ছুফি মিয়া বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, কলকলিয়া মৌজার জেএল নং ১৮ এর নতুন দাগ নং ৩৭৩ এ প্রায় দেড় একর জমি অভিযোগ কারীর পিতা সোনাহর আলী সুন্দর ভূমিহীন হিসেবে সরকারের কাছ থেকে বন্দোবস্ত প্রাপ্ত হন। উক্ত জমি সাঙ্গিয়ারগাঁও গ্রামের প্রভাবশালী সাজু মিয়ার লোকজন দখল করে নিয়েছেন।
বৃহস্পতিবার সরজমিনে দেখা যায়, উক্ত জমিতে পুকুর রকম ফিসারী রয়েছে। এ সময় অভিযোগকারী ছুফি বলেন, আমার পিতার নামে বন্দোবস্ত পাওয়া জমি প্রতিপক্ষের লোকজন জবর দখল করে আছেন। তারা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পাচ্ছি না। এ সময় তরমুজ আলী, সেবু মিয়া, আকিক মিয়া, ছমির আলী, মুকিত মিয়া, আলী হোসেন, জোসনা বেগম সহ গ্রামের লোকজন উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত সাজু মিয়া বলেন, এ জমি আমাদের রেকডিও সম্পত্তি। এখানে কোন সরকারি জমি নেই। সুতরাং কারো জমি আমরা দখল করার প্রশ্নই উঠে না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com