রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক ভোরের চেতনার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  জগন্নাথপুরে স্কুল শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা নতুন ইসি শপথ নেবেন রোববার দীর্ঘ ১৩ বছর পরে বিশিষ্ট কলামিস্ট, লেখক ও সাংবাদিক সায়েক এম রহমান এর বাংলাদেশে আগমন সুনামগঞ্জ-৩ আসনে সৈয়দ তালহা আলমকে জমিয়তের প্রার্থী ঘোষণা  জগন্নাথপুরে বিএনপি কার্যালয় ভাঙচুর; সাবেক পরিকল্পনামন্ত্রীসহ ৪৯ জনের বিরুদ্ধে মামলা জগন্নাথপুরে যুক্তরাজ্যের এএন টিভি’র পরিচালকের সঙ্গে মতবিনিময় সভা একযুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া জগন্নাথপুর উপজেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি ও মজলিশে শূরা গঠন সুনামগঞ্জ- ৩ আসন; মনোনয়নের ব্যাপারে দৃড়ভাবে আশাবাদী: একান্ত সাক্ষাত কারে বিএনপি নেতা কয়ছর এম আহমদ

সিলেট বিভাগের প্রাক্তন খেলোয়ারদের মিলন মেলা: লন্ডনে প্রয়াত ইউনুছ মিয়া ও আব্দুন নূর স্মরন সভা

সিলেট বিভাগের প্রাক্তন খেলোয়ারদের মিলন মেলা: লন্ডনে প্রয়াত ইউনুছ মিয়া ও আব্দুন নূর স্মরন সভা

আলহাজ্ব তৌফিক আলী মিনার, যুক্তরাজ্য থেকে:- লন্ডনে সিলেট বিভাগের জনপ্রিয় খেলোয়ার মরহুম ইউনুছ মিয়া ও আব্দুন নূর স্মরনে এক স্মরন সভা লন্ডনে অনুষ্ঠিত হয়েছে। স্মরন সভাটি সিলেট বিভাগের খেলোয়ারদের মিলন মেলায় পরিনত হয়। সিলেট বিভাগের ক্রীড়া জগতের সাবেক জনপ্রিয় খেলোয়ারদের এক মিলন মেলা লন্ডনের প্রানকেন্দ্র হোয়াইট চ্যাপেলস্থ সোনারগাঁও রেষ্টুরেন্টের সম্মেলন হলে সিলেট বিভাগের দুই প্রয়াত তারকা খেলোয়ার সিলেট গ্লোরিয়ার্স ক্লাবের ডিফেন্ডার মরহুম ইউনুস মিয়া ও সিলেট টাউন ক্লাবের কর্নধার আব্দুননূর (নুর ভাই) এর স্মরন সভাকে কেন্দ্র করে নির্ধারিত সময়ের আগে থেকেই ইউরোপ ও ব্রিটেনের বিভিন্ন শহরের বসবাসরত সাবেক খেলোয়ারদের পদচারনায় মুখরিত হয়ে উঠে সভাস্থল। সাবেক ফুটবলার আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও আয়োজকদের পক্ষে সাবেক গোলকিপার সিলেট বিভাগের প্রিয় মুখ জনপ্রিয় অনলাইন পত্রিকা জগন্নাথপুর নিউজ ডটকমের উপদেষ্টা জুবায়ের আহমদ হামজা ও সাব্বির আহমদ চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য ও নিজ নিজ সথীর্তদের স্মৃতি চারন করেন সভায় আগত সিলেট বিভাগের বরেন্য খেলোয়ারগণ। বিশেষ করে প্রয়াত দুই খেলোয়াড়ের জীবদ্দশায় তাদের কর্মময় জীবনের বিশেষ বিশেষ দিকগুলোর স্মৃতি চারন করে মহান আল্লাহ পাকের দরবারে মরহুম ইউনুছ মিয়া ও আব্দুন নূর এর মাগফিরাত কামনা করা হয়। সভায় বাংলাদেশ থেকে আসা সফররত সুনামগঞ্জ বারের নির্বাচিত সভাপতি রাজনীতিবিদ এডভোকেট মল্লিক মঈন উদ্দিন আহমদ সুহেল, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলর অহিদ আহমদ, কাউন্সিলার সিরাজুল ইসলাম, কাউন্সিলর আহবাব হোসেন, ব্রিকলেইনের বিশিষ্ট ব্যবসায়ী সিরাজ হক, সাবেক ফুটবলার ফখরুল ইসলাম, সাকেব ফুটবলার মিজানুর রহমানর মিজান, সিলেট মোহামেডান এর আব্দুল কাইউম পংকি, ক্রীড়া সংগঠক, পারিস আহমদ, সাবেক রেফারী ও জনপ্রিয় অনলাইন পত্রিকা জগন্নাথপুর নিউজ ডটকম এর সভাপতি আলহাজ্ব তৌফিক আলী মিনার, মোঃ জসীম উদ্দিন, মাহতাব উদ্দিন আহমদ, সুবিধ বাজারের সাবেক স্ট্রাইকার জালাল আহমদ, সাবেক স্ট্রাইকার, জালালুল ইসলাম জালাল, আবু বক্কর সিদ্দিক, পাপ্পু, তাজপুরের জাহান, জুয়েল, আবুল কাশেম, মল্লিক খালিক, ফেরদৌস আহমদ, বাবুল মিয়া, আব্দুল আজিজ লাকি, জমজম রশিদ, আব্দুর রব, জাহাঙ্গীর, মাহবুবুল আহমদ সিরাজ,জি এ শামীম,বেলাল আহমদ, মকবুল আহমদ, আব্দুল হক, সেলিম উদ্দিন, আনহার মিয়া, আব্দুস সাত্তার, সাহেদ খান, রফিক আহমদ, জুবের খান, এমরান আহমদ,মল্লিক আব্দুর রব মাক্কু, সইয়দ দবির আহমদ, আনছার আহমদ, মোহিত মিয়া, সাইদ নব্বির আহমদ, আব্দুল মহসিন চৌধুরী, বোরহান, বুলবুল, দউলত খান, বাবূর, সোনালী অতীত এর আব্দুল কাদির আখলিছ জয়নাল উদ্দিন আহমদ, সোহরাব হোসেন, মোহাম্মদ, হোসেন বকুল, মোঃ কারনাল আহমদ কর্নেল, জামাল উদ্দিন, মতচ্ছির আহমদ, তোফায়েল আলী সুহেল, হাবিবআহমদ, আলম মিয়া, মমিনুল ইসলাম রিমন, এস কে আক্তার, গুলজার সালাহ উদ্দিন লিটন, সফু মিয়া, এস কে আক্তার, গুলজার আহমদ, শেখ নুর কাশেম, আংগুর আলী, লৎফুর রহমান, মন্টু, জালাল আহমদ,লুলু আহমদ পারিস, সলুক আহমদ, লিটন, সানক কামালী কামাল উদ্দিন, হোসাইন আহমদ খালেদ, শায়েক আহমদ, সাবেক ছাত্রনেতা সুহেল আহমদ, জগন্নাথপুরের প্রিয় মুখ আবুল হোসেন, মির্জা নিক্সন, সন্ধ্যা থেকে মধ্য রাত পর্যন্ত খোশগল্প আর আড্ডার মধ্য দিয়ে সাবেক খেলোয়াররা যে যার পথে প্রস্থান জানান সভাস্থলকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com