মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৭:৪৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর সদর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
জানাগেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে জগন্নাথপুর সদর বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনের ভয়াবহ লেলিহাল শিখা দেখে বাজারের ব্যবসায়ী সহ স্থানীয় এলাকাবাসী আগুন নেভাতে প্রাণপন চেষ্টা চালান এ সময় জগন্নাথপুর ফায়ার সার্ভিসের দমকল বাহিনী এসে প্রায় ২ ঘন্টা ব্যাপী প্রাণপন চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন করেন। ততক্ষনে বাজারের ব্যবসায়ী নজির মিয়ার জুতার দোকান, বাপন দেবের ডিমের দোকান ও আলী নুরের মোরগের দোকান সহ ৩টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ডিমের দোকানের প্রায় ১৮ হাজার ডিম ও জরুরী কাগজপত্র এবং মোরগের দোকানের প্রায় ৩ শতাধিক মোরগ পুড়ে যায়। এছাড়া দুই পাশের আরো ৪টি দোকানের আংশিক ক্ষতি হয়েছে। সব মিলিয়ে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান। তবে অগ্নিকান্ডের কারণ জানা যায়নি। খবর পেয়ে রাতেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
Leave a Reply