শনিবার, ১৮ মে ২০২৪, ০২:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ জগন্নাথপুরে চিনা বাদাম প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত টানা ৩য় বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন হারুন রশীদ জগন্নাথপুরের লহড়ী গ্রামে লন্ডন প্রবাসীর বাড়ীতে ডাকাতি: অস্ত্রসহ দুইজন গ্রেফতার জগন্নাথপুরে হারানো লাখ টাকা খুঁজে উদ্ধার করে দিল থানা পুলিশ জগন্নাথপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন রানীগঞ্জ সেতুর পাশ থেকে বালু উত্তোলন- ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রতিবেদন দিতে আদালতের নির্দেশ জগন্নাথপুরে ধান চাল ক্রয় কার্যক্রমের উদ্বোধন: লটারির মাধ্যমে মনোনীত ৮১০ ভাগ্যবান কৃষক জগন্নাথপুর পৌরশহরে ৩৫ দোকানঘর  ভাড়া থানায় দিলেন ব্যবসায়ী গন জগন্নাথপুরে চুরি যাওয়া ৩টি টমটম উদ্ধার : গ্রেপ্তার ৪ 

জগন্নাথপুরে ফসলরক্ষা বেড়িবাঁধে ধস!

জগন্নাথপুরে ফসলরক্ষা বেড়িবাঁধে ধস!

স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি বেড়িবাঁধের কাজ শেষ হওয়ার আগেই বাঁধের মাটি ধসে পড়ছে। গত তিনদিনের বৃষ্টিতে ওই বাঁধের দুই/তিনটি স্থানে মাটি নিচের দিকে ধসে পড়ছে। এমন দৃশ্য শনিবার সরেজমিনে উপজেলার সর্ববৃহৎ নলুয়া হাওরের পোল্ডার-১ এর মইয়ার হাওরস্থ ১০৮ নম্বর প্রকল্পের বড়ডহর এলাকায় দেখা গেছে। ফলে কৃষকরা আতংকিত হয়ে পড়েছেন। সরেজমিনে হাওর ঘুরে দেখা যায়, সবুজ চারায় সোনালী আভা দেখা দিয়েছে। আর কদিন পরই সবুজে সোনালী ধানের শীষ দুলবে। মইয়ার হাওরস্থ ১০৮ নলুয়া হাওরের পোল্ডার-১ এর ১০৮ নম্বর বেড়িবাঁধের দুই/তিন স্থানের মাটি বাঁধ থেকে ধসে পড়েছেন। ক্ষতিগ্রস্থ স্থানে সংস্কারের কাজ চলছে। তবে প্রকল্পের পাশে সাইবোর্ড থাকার নির্দেশনা থাকলেও সরেজমিনে তা দেখা যায়নি। খোজ নিয়ে জানা যায়, গত বছর এই দিনে অর্থাৎ ১ এপ্রিল অতিবৃষ্টিতে নলুয়ার হাওরের বৈশারভাঙ্গা বেড়িবাঁধ ভেঙ্গে প্রথমে হাওরে পানি প্রবেশ করে ফসল তলিয়ে যায়। পরে অকাল বন্যায় একে একে প্রায় সবকটি বেড়িবাঁধ ভেঙ্গে হাওর তলিয়ে গেলে কৃষকরা ধান তুলতে পারেননি। এবারো শুরু হয়েছে অতিবৃষ্টি। গত তিন দিনের বৃষ্টিপাতে ফসলের কোন ক্ষতি না হলেও ফসলরক্ষা বাঁধে কিছু কিছু ক্রটি দেখা দিয়েছে। এতে কৃষকরা ফসল নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। নলুয়ার হাওর ব্যষ্টিত চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের ভুরাখালি গ্রামের কৃষক সুলতান মিয়া জগন্নাথপুর নিউজ ডটকমকে জানান, পরপর দুই বছর ধরে ফসল হারিয়ে আমরা খুব কষ্টে দিনযাপন করছি। অনেক কষ্টে এবার এক হাল ছয় কেদার জমিতে বোরো আবাদ করেছি। কিন্তুু গত বছরের মতো এবারো টানাবৃষ্টিপাত দেখা দেয়ায় ফসল ঘরে তুলতে পারব কীনা এ নিয়ে দুশ্চিন্তায় আছি। বেরী গ্রামের কৃষক জাহাঙ্গীর মিয়া জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, গত তিন দিনের টানা বৃষ্টি আমাদের রাতের ঘুম হারাম করে দিয়েছে। এভাবে টানাবৃষ্টিপাত হলে ফসল তোলা দুরহৃ হয়ে পড়বে। হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের জগন্নাথপুর উপজেলা শাখার আহ্বায়ক সিরাজুল ইসলাম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, একদিকে কৃষকরা অতিবৃষ্টি ও শিলাবৃষ্টির আশংকায় চিন্তিত অপরদিকে কিছু কিছু ফসলরক্ষা বাঁধে ফাটল দেখা দেয়ায় কৃষকদের ঘুম হারাম হয়ে গেছে।
চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান ১০৮নং প্রকল্প কমিটির সভাপতি আরশ মিয়া জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন,টানাবৃষ্টিতে বাঁধের যেসব অংশের মাটি ধসেছে সেইসব অংশে পুনরায় মাটি ফেলার কাজ চলছে। তিনি জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, বাঁধের কাজ সঠিকভাবে শেষ করতে আমার প্রচেষ্ঠা অব্যাহত রয়েছে। পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জের উপ-সহকারী প্রকৌশলী মোঃ নাসির উদ্দীন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন,টানাবৃষ্টিতে কিছু কিছু বাঁধে সামান্য ত্রুটি দেখা দিলেও সেগুলো দ্রুত সংষ্কারে তৎপর রয়েছেন প্রকল্পের সভাপতিরা। তিনি ১০৮নং প্রকল্পের সভাপতি আরশ আলীর বাঁধ ত্রুটিমুক্ত করতে কাজ চলছে বলে জানান। জগন্নাথপুরের ইউএনও মোহাম্মদ মাসুম বিল্লাহ জগন্নাথপুর নিউজ ডটকমকে বলেন, প্রকৃতি অনুকূলে থাকলে আর কয়েক দিনের মধ্যেই ধান কাটা শুরু হবে। তিনি বলেন, বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয় না ঘটলে ফসলরক্ষা বাঁধ ভেঙ্গে এবার হাওর তলিয়ে যাবে না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com