মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৯:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার জগন্নাথপুরে কিশোরকন্ঠ মেধাবৃত্তি -২৪ সম্পন্ন জগন্নাথপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে জনশক্তি সমাবেশ জগন্নাথপুর প্রেসক্লাবের সদস্য সংগ্রহ শুরু জগন্নাথপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা জগন্নাথপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে যুবদলের প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প সুনামগঞ্জে পিপি, অ্যাডিশনাল ও এপিপি নিযুক্ত হলেন জগন্নাথপুরের তিন প্রথিতযশা আইনজীবী জগন্নাথপুরে আজ থেকে এক মাসব্যাপী এইচপিভি টিকাদান ক্যাম্পেইন শুরু জগন্নাথপুর ও শান্তিগন্জ্ঞ বাসীর সেবা করতে চাই; বিশাল সম্বর্ধনায় বিএনপি নেতা কয়ছর আহমদ

জগন্নাথপুরে শেষ নির্বাচনী সভায় এমএ মান্নান-নৌকায় ভোট দিয়ে উন্নয়ন কে এগিয়ে নিতে সুযোগ দিন

জগন্নাথপুরে শেষ নির্বাচনী সভায় এমএ মান্নান-নৌকায় ভোট দিয়ে উন্নয়ন কে এগিয়ে নিতে সুযোগ দিন

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ) আসনের আওয়ামীলীগতথা মহাজোট মনোনীত প্রার্থী অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, আমার জীবনের শেষ দিনগুলো আমার নির্বাচনী এলাকা ভাাটি বাংলার মানুষের কল্যাণে কাজ করতে চাই। গত ১০ বছর আপনারা আমাকে কাজ করার সুযোগ
দিয়েছিলেন কতটুকু কাজ করেছি আপনারা অবগত আছেন। আপনাদের দোয়ায় জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাকে স্নেহ করেন আমি তাঁর প্রতি কৃতজ্ঞ। আমার এলাকার মানুষের কল্যানে কোন কাজ নিয়ে গেলে তিনি আমাকে কোন দিন ফিরিয়ে দেননি। বরং বারবার বলেছেন ভাটি অঞ্চলের পিছিয়েপড়া মানুষের জন্য আরো প্রকল্প নিয়ে আসেন। তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশ কে একটি মর্যাদার আসনে নিয়ে গেছেন। জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা তাঁর হাত ধরে বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে। তিনি নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু তৈরী করছেন। লাখো লাখো রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন। কারা রোহিঙ্গার নামে চাঁদাবাজি করেছে তা আপনারা জানেন আমি বলতে চাই না। যারা অপরাধের সঙ্গে জড়িত তাদেরকে ভোট না দেওয়ার জন্য তিনি আহবান জানান।  বৃহস্পতিবার বিকেলে জগন্নাথপুর উপজেলায় তাঁর শেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। আওয়ামীলীগ মনোনীত মহাজোট প্রার্থী এমএ মান্নান ভোটারদেরকে তাঁর নির্বাচনী এলাকা নিয়ে স্বপ্ন ও সম্ভাবনার কথা তুলে ধরার পাশাপাশি গত ১০ বছরে বাস্তবায়ন করা
উন্নয়ন ফিরিস্তি তুলে ধরেন। জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সহসভাপতি সিদ্দিক আহমদ, সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন, যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সাবেক যুবলীগের
প্রেন্সিডিয়াম সদস্য আতাউর রহমান, জেলা আওয়ামীলীগের অ্যাডভোকেট শফিকুল আলম, সৈয়দ আবুল কাশেম, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত,যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ সভাপতি হরমুজ আলী, জেলা আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম, কৃষক
লীগের কেন্দ্রীয় নেত্রী শামিমা শাহরিয়ার, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি পৌরমেয়র আলহাজ্ব আব্দুল মনাফ, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান ছুফি মিয়া, সিরাজুল ইসলাম, জেলা মৎস লীগ নেতা ইসলাম উদ্দিন, সিলেট মহানগর আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট সৈয়দ শামীম আহমদ, জেলা পরিষদের সদস্য উপজেলা
আওয়ামীলীগের সহসভাপতি সৈয়দ ছাব্বির আহমদ, জেলা পরিষদের নারী সদস্য সাবিনা সুলতানা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, জগন্নাথপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ, সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া, পাটলী ইউনিয়ন চেয়ারম্যান সিরাজুল হক,কলকলিয়া ইউনিয়ন চেয়ারম্যান আবদুল হাশিম, চিলাউড়া
হলদিপুর ইউনিয়ন চেয়ারম্যান আরশ মিয়া, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন চেয়ারম্যান তৈয়ব মিয়া, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম উপজেলা আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র, প্রচার সম্পাদক হাজী আব্দুল জব্বার, জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি লালা মিয়া,ট্রাস্টের সাধারন সম্পাদক মুজিবুর রহমান, ইকবাল সোবহান, সভাপতি আবদুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা
যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাবিবুর রহমান, পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ছালিক আহমদ পীর, উপজেলা আল ইসলাম নেতা মাওলানা মুহিউদ্দিন এমরান, উপজেলা জাপার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লালা, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি
দিপংকর কান্তি দে, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম, উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল মুকিত প্রমুখ সভায় উপজেলার আটটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন। সভায় আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, আগামীতে নির্বাচিত হয়ে সিলেট বিভাগের দীর্ঘ সেতু রানীগঞ্জ সেতুর কাজ শেষ করতে চাই,জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জে মহিলা কলেজ প্রতিষ্ঠা, জগন্নাথপুরের সব কলেজ কে ডিগ্রি কলেজে রুপান্তর, জগন্নাথপুরে পূনাঙ্গ কৃষি ইনস্টিটিউট প্রতিষ্ঠা, সুনামগঞ্জে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, টেক্সটাইল ইনস্টিটিউট কাজ শেষ করণ, জগন্নাথপুর সুনামগঞ্জ
সড়কে সাতটি ঝুঁকিপূর্ণ সেতু ভেঙ্গে নতুন সেতু নির্মাণ, জগন্নাথপুর সিলেট সড়ক সম্প্রসারণ, ছাতক থেকে সুনামগঞ্জ রেল লাইন সম্প্রসারণ, সুনামগঞ্জ -ময়মনসিংহ বায়া ঢাকা মহাসড়ক বাস্তবায়ন ও প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুরে গ্যাস সংযোগ প্রদান,জগন্নাথপুর উপজেলা সদরের সাথে সংযোগকৃত সকল ইউনিয়ন সড়ক ও জগন্নাথপুর সিলেট সড়ক সম্প্রসারণ করব। নলজুর নদীর ওপর গুদামের সেতুর পাশে বড় সেতু নির্মানের কথা তুলে ধরেন।
তিনি বলেন, আওয়ামী লীগ যে কথা দেয় তা বাস্তবায়ন করে। সারা দেশে গ্রাম গঞ্জে ঘরে ঘরে বিদুৎ পৌঁছে দিয়েছে। জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ শতভাগ বিদুৎ নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন
আমার জীবনের শেষদিনগুলো আপনাদের সেবায় কাজ করে হাওরের জনপথ সুনামগঞ্জ কে এগিয়ে নিতে চাই। নৌকায় ভোট দিয়ে আপনারা আমাকে সেই সুযোগ দিবেন। এদিকে দুপুরে থেকে উপজেলার বিভিন্ন স্থানে থেকে নৌকার মিছিল সহকারে নির্বাচনীসভাস্থলে এসে নেতাকর্মীরা জড়ো হন। এ সময় নৌকার ধ্বনীতে মুখরিত
হয়ে উঠে পৌরশহরে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com