মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ১১:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার জগন্নাথপুরে কিশোরকন্ঠ মেধাবৃত্তি -২৪ সম্পন্ন জগন্নাথপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে জনশক্তি সমাবেশ জগন্নাথপুর প্রেসক্লাবের সদস্য সংগ্রহ শুরু জগন্নাথপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা জগন্নাথপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে যুবদলের প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প সুনামগঞ্জে পিপি, অ্যাডিশনাল ও এপিপি নিযুক্ত হলেন জগন্নাথপুরের তিন প্রথিতযশা আইনজীবী জগন্নাথপুরে আজ থেকে এক মাসব্যাপী এইচপিভি টিকাদান ক্যাম্পেইন শুরু জগন্নাথপুর ও শান্তিগন্জ্ঞ বাসীর সেবা করতে চাই; বিশাল সম্বর্ধনায় বিএনপি নেতা কয়ছর আহমদ

জগন্নাথপুরে বিদ্যালয় নির্মাণ কাজ শুরু হচ্ছে

জগন্নাথপুরে বিদ্যালয় নির্মাণ কাজ শুরু হচ্ছে

স্টাফ রিপোর্টার :: যুগান্তর, শুভ প্রতিদিন, সিলেট ভিউ, জগন্নাথপুর নিউজ ডটকম সহ কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশের পর সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজ শুরু হচ্ছে। বৃহস্পতিবার বিদ্যালয়ের স্থান পরিদর্শন করলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। এতে গ্রামবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।  জানাগেছে, জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই-হাবিবনগর গ্রামে কোন প্রাথমিক বিদ্যালয় না থাকায় কোমলমতি শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত রয়েছে। এর মধ্যে অনেক শিশু দুরের স্কুলে গিয়ে লেখাপড়া করতে গিয়ে নানা ভোগান্তির শিকার হয়ে আসছে। অবশেষে গ্রামবাসীর উদ্যোগে বিদ্যালয় নির্মাণের স্থান নির্ধারণ করা হয়।

এদিকে-গ্রামবাসীর সাথে এগিয়ে আসেন উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন। বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় নির্মাণের নির্ধারিত স্থান পরিদর্শন করেন জগন্নাথপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদিন। এ সময় উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা রাপ্রুচাই মারমা, যুক্তরাজ্য প্রবাসী আবদুন নুর, উপজেলা সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তপন চন্দ্র শীল, হাবিবনগর গ্রামের মুরব্বী হাজী ফয়াজ উল্লাহ, ব্যবসায়ী সামছুল ইসলাম রানা, সৈয়দ জিতু মিয়া, ছুরত মিয়া, সিরাজ মিয়া, সুজাত খান, আব্দুল গনি, সাইফুর রহমান, মইন উদ্দিন, নিরঞ্জন কর, রানু মিয়া সহ এলাকার গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি এ নিয়ে একটি রিপোর্ট যুগান্তরে প্রকাশ হলে কর্তৃপক্ষের টনক নড়ে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com