সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৫৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওরের ফসল রক্ষা বেড়িবাধ পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব কবির বিন আনোয়ার। শনিবার জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওর পোল্ডার-২ এলাকার নারিকেলতলা বেড়িবাধ পরিদর্শন কালে সচিব বলেন, বেড়িবাধে বেশি করে গাছ ও ঘাস লাগাতে হবে। বাধের কাজে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কাজে কোন প্রকার ফাকি দেয়া মেনে নেয়া হবে না। তিনি আরো বলেন, দেশের প্রতিটি নদীতে নৌকা চলাচল করতে হবে। তা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ।
এ সময় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম সারোয়ার, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী হাসান গাজী, নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply