সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৫৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: পুলিশের সর্বোচ্চ আইজিপি ব্যাজ পড়লেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার চৌকস অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী। জানাযায়, পুলিশ সপ্তাহ-২০১৯ উপলক্ষে ৬ ফেব্রুয়ারি বুধবার রাজারবাগ পুলিশ লাইনন্স, ডিএমপি ঢাকা এর প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিগত ২০১৮ সালে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ আইন শৃংখলা রক্ষায় বিশেষ অবদান রাখায় বাংলাদেশ পুলিশের সাহসী ও চৌকস অফিসার ফোর্সদের মধ্যে বিভিন্ন পর্যায়ের সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার চৌকস অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীর গলায় পুলিশের সর্বোচ্চ আইজিপি ব্যাজ পড়িয়ে দেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)।
এ সময় বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মোখলেছুর রহমান, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ কামরুল আহসান বিপিএম ও সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ বরকতুল্লাহ খাঁন সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এদিকে-জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী পুলিশের সর্বোচ্চ ব্যাজ পদক পাওয়ায় তাঁকে জগন্নাথপুরে কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি শংকর রায়, সহ সভাপতি তাজউদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, যুগ্ম সম্পাদক অমিত দেব, সদস্য মাসুম আহমদ, আলী আহমদ, রুমানুল হক, সাংবাদিক সামিউল কবির, আমিনুল হক সিপন, মোঃ শাহজাহান মিয়া, হুমায়ুন কবির প্রমূখ।
Leave a Reply