মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০১:৫০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বহুল প্রচারিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল,”দক্ষিণ সুনামগঞ্জ টুয়েন্টিফোর ডটকম”এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার(১৫ ফেব্রুয়ারি)বিকাল ৩ টায় দক্ষিণ সুনামগঞ্জের শান্তিগঞ্জ বাজারে পত্রিকার কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় পত্রিকার সম্পাদক সামিউল কবিরের সভাপতিত্বে ও স্টাফ রিপোর্টার ছায়াদ হোসেন সবুজের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ,পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের রাজনৈতিক সচিব হাসনাত হোসাইন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হাজী তহুর আলী, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক দিলীপ কুমার তালুকদার, সুনামগঞ্জ জেলা উন্নয়ন ফোরামের প্রধান পৃষ্ঠপোষক নিজাম উদ্দিন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক নুর হোসেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, দৈনিক হাওরাঞ্চলের কথা পত্রিকার বার্তা সম্পাদক আলাউর রহমান, জেলা কৃষকলীগ সদস্য মাসুক মিয়া, কানাইঘাট চড়িয়া পাড়া স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক সুলেমান কবির, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, গ্রিণ হাউজিং এন্ড এনার্জি লিমিটেডের ডি এম তানভীরুল ইসলাম ও সিলেট খাদিমনগর ইউপি সচিব তপন মজুমদার।
এসময় উপস্থিত ছিলেন, আব্দুল মজিদ কলেজের প্রভাষক অজয় কুমার তালুকদার, যুবলীগ নেতা রানা জায়গীরদার, ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জ টুয়েন্টিফোর ডটকমের উপ-সম্পাদক খালেদ হাসান, হাওরাঞ্চলের কথা পত্রিকার স্টাফ রিপোর্টার জুবায়ের আহমেদ, স্টাফ রিপোর্টার বুরহান উদ্দিন, উত্তরণ ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অমিত, সাংবাদিক আবু সাইদ। এসময় আরও উপস্থিত ছিলেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক মইনুল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জ টুয়েন্টিফোর ডটকমের স্টাফ রিপোর্টার নওরোজ আরেফিন নাহিদ, আলাল হোসেন রাফি, নেওয়াজ, শান্তিগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রমজান হোসাইন, ডুংরিয়া বাজারের ব্যবসায়ী নুরুজ্জামান, সোনারতরী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সোহাগ মিয়া,পংকজ চক্রবর্তী জয়,ছাত্রলীগ নেতা শুয়েব মিয়া, মান্না তালুকদার সহ প্রমুখ।
আলোচনার পরবর্তীতে পত্রিকার বছরের শ্রেষ্ঠ প্রতিনিধি হিসেবে ছায়াদ হোসেন সবুজ ও উদীয়মান প্রতিনিধি হিসেবে নওরোজ আরেফিন নাহিদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
Leave a Reply