মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৪:৪১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের জগন্নাথপুরে অবৈধ লটারী খেলা পন্ড করে দিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার রাতে ইউ.এন.ও মাহফুজুল আলম মাসুমের নেতৃত্বে থানা পুলিশ উপজেলা সদরের স্বরূপচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে এই লটারী খেলা পন্ড করে দেয়।
জানাযায়, মাসব্যাপী সিলেটের শাপলা মহিলা সমিতির উদ্যোগে গত ২৫ ফেব্রুয়ারি থেকে ঐ মাঠে বহু জাতিক পণ্য মেলা চলছিল। অভিযোগ রয়েছে, পণ্য মেলায় রাফেল ড্র এর নামে লটারী বাণিজ্য করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল আয়োজকরা। অন্যদিকে মাঠের নিকটবর্তী স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এস.এস.সি পরীক্ষা চলমান রয়েছে। পরীক্ষার্থী সহ এলাকার স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের উপর বিরুপ প্রভাব পড়ছে।
এব্যাপারে ইউ.এন.ও মাহফুজুল আলম মাসুম শুক্রবার জানান, প্রশাসনের অনুমতি ছাড়া বাণিজ্য মেলার নামে লটারী বাণিজ্য চালিয়ে যাচ্ছিল আয়োজকরা। এলাকার সুষ্ঠু পরিবেশ ও ছাত্রছাত্রীদের কথা বিবেচনা করে আমরা লটারী খেলা বন্ধ করে দিয়েছি।
Leave a Reply