মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৪:৪৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের জগন্নাথপুর সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল ইসলামের অপসারন দাবিতে মানববন্ধন করেছেন কলেজের শিক্ষক ও কর্মচারীবৃন্দ। বুধবার বিকেলে কলেজ ক্যাম্পাসে টাকা আত্মসাত সহ স্বেচ্ছাচারীতা ও দুর্নীতির নানা অভিযোগে মানববন্ধন করেন তারা। এসময় কলেজ অধ্যক্ষের অপসারন দাবি করে বক্তব্য রাখেন কলেজের সহকারি অধ্যাপক এটিএম নুরুল মোত্তাকীন, পান্ডব চন্দ্র দাস, মনোরঞ্জন তালুকদার, প্রভাষক ফয়সল কবীর, ফজলুল কাদের চৌধুরী, বিজিত রঞ্জন বৈদ্য, আবদুল কাহার, আবুল কালাম আজাদ, অশেষ কান্তি দে, নিয়াজ আহমদ, আবদুল বাতেন প্রমুখ। মানববনন্ধনে নিশি কান্ত দাস, প্রদর্শক আয়শা সিদ্দিকা, কর্মচারী বকুল চন্দ্র রায়, যুব শংকর চৌধুরী, শাহনুর আলী, যতিন্দ্র চন্দ্র দাস, নছির মিয়া, দিলারা বেগম সহ কলেজের শিক্ষক ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে জানতে চাইলে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল ইসলাম বলেন, আমি আসার পর কলেজকে শতভাগ দুর্নীতি মুক্ত করেছি। বন্ধ হয়েছে লুটপাট। এতে অনেকের স্বার্থে আঘাত লেগেছে। এছাড়া আমার চেয়ার দখল করার জন্য ক্ষমতার লোভে অনেকে আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। #
Leave a Reply