সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০২:৪৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে কিশোর গাড়ি চালক সাইদুল ইসলাম হত্যা মামলা দায়ের হয়েছে। হত্যা ঘটনার মূল নায়ক কাজল দেবনাথ (২৫) কে গ্রেফতার করে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হলে সে হত্যাকান্ডে জড়িত থাকার কথা বিজ্ঞ আদালতে স্বীকার করেছে।
জানাগেছে, জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের বাউড়কাপন গ্রামের মৃত সফিক মিয়ার ছেলে ইজিবাইক (টমটম) গাড়ি চালক সাইদুল ইসলাম (১৭) গত ১১ আগষ্ট জগন্নাথপুর- বিশ্বনাথ-সিলেট সড়কের বাগিচা বাজার থেকে নিখোঁজ হয়। এ ঘটনায় জগন্নাথপুর থানায় জিডি হয়। জিডির সূত্র ধরে সহকারি পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মোঃ মাহমুদুল হাসান চৌধুরীর নেতৃত্বে অনুসন্ধান শুরু হয়। মোবাইল ফোন ট্যাকিংয়ের মাধ্যমে নিখোঁজের ১১ দিন পর ২২ আগষ্ট মধ্য রাতে রশিদপুর-কুতুবপুর এলাকা থেকে হতভাগ্য গাড়ি চালক সাইদুল ইসলামের গলিত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় কাজল দেবনাথ (২৫) নামের এক ঘাতককে গ্রেফতার করা হয়। সে ব্রাম্মণবাড়িয়া জেলার নাছির নগর থানার পূর্বভাগ গ্রামের গোপাল দেবনাথের ছেলে। সে আন্ত জেলা গাড়ি চোর চক্রের সদস্য বলে পুলিশ জানিয়েছে। সে দীর্ঘদিন ধরে গাড়ি ছিনতাই করে আসছিল।
এ ঘটনায় ২৩ আগষ্ট শুক্রবার নিহত গাড়ি চালক সাইদুল ইসলামের ভাই রিয়াজুল হক বাদী বাদী হয়ে কাজল দেবনাথ সহ ৪ জনকে আসামী করে জগন্নাথপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। শুক্রবার এব্যাপারে সহকারি পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মোঃ মাহমুদুল হাসান চৌধুরীর সাথে আলাপ হলে তিনি জগন্নাথপুর নিউজ ডটকমকে জানান, মোবাইল ফোন ট্যাকিংয়ের মাধ্যমে দীর্ঘ অনুসন্ধান করে ঘটনার রহস্য উদঘাটন ও ঘটনার মূল নায়ক কাজল দেবনাথ কে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। মামলার অন্য আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে সহকারি পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মোঃ মাহমুদুল হাসান চৌধুরী জানিয়েছেন।
এদিকে ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জগন্নাথপুর নিউজ ডটকমকে জানান, ধৃতঘাতক কাজল দেবনাথ বিজ্ঞ আদালতে সাইদুল হত্যায় জড়িত থাকার কথা স্বিকার করেছে।
Leave a Reply