সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৫:০৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নে আলাগদী গ্রামের হাওরে গ্রাম বাংলার জনপ্রিয় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় বিপুল সংখ্যক মানুষের ঢল নেমেছে।
২৪ আগষ্ট শনিবার বিকেলে প্রতিযোগিতায় জগন্নাথপুর, দিরাই, নবীগঞ্জ সহ বিভিন্ন উপজেলা থেকে আসা ১১টি নৌকা দল অংশ গ্রহন করে। এতে ফাইনাল প্রতিযোগিতায় বাংলার পবনকে হারিয়ে কুতুব উদ্দিন তরী বিজয়ী হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পাইলগাঁও ইউপি চেয়ারম্যান মখলুছ মিয়ার সভাপতিত্বে এবং বদরুল ইসলাম, ফরুক মিয়া ও জুয়েল মিয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা প্রকৌশলী (বিদ্যুৎ) আজিজুল ইসলাম আজাদ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম সারোয়ার, পাইলগাঁও ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক হাজী আবদুল তাহিদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, সমাজ সেবক আলাউর রহমান প্রমূখ। এদিকে-গ্রাম বাংলার জনপ্রিয় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে হাওর পাড়ে বিপুল সংখ্যক উৎসুক নারী-পুরুষ জনতার ঢল নামে।
Leave a Reply