বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৪:১৯ পূর্বাহ্ন
জগন্নাথপুর নিউজ ডেস্ক :: চলতি মাসে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তির ক্ষেত্রে কমা-বাড়ার মধ্যে রয়েছে। কিন্তু মৃত্যু থামছে না। বিশেষজ্ঞরা বলছেন, চলতি মাসের পর অক্টোবরে ডেঙ্গুর প্রকোপ আরো কমে আসবে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৭৮৮ জন নতুন রোগী সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আগের দিন এই সংখ্যা ছিল ৮২০ জন। একদিনে রাজধানী ঢাকায় ৩৩১ জন এবং ঢাকার বাইরে ৪৫৭ জন ভর্তি হয়েছেন বলে স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য, বর্তমানে সারা দেশের হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগী ৩ হাজার ৩৭১ জন। যার মধ্যে ঢাকায় এক হাজার ৭২৯ এবং ঢাকার বাইরে এক হাজার ৬৪২ জন
Leave a Reply