বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০২:৪২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর-বিশ্বনাথ সড়ক সংস্কার না করায় আবারও ওই সড়কে ধর্মঘট পালিত হচ্ছে। এলজিইডি ভাঙাচোরা এই সড়কটিকে সংস্কারের উদ্যোগ না নেওয়ায় জগন্নাথপুর উপজেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ ফের এমন আন্দোলনের উদ্যােগ নেয়। আজ বুধবার সকাল ৬টা থেকে জগন্নাথপুর-বিশ্বনাথ-রশিদপুর সড়ক শ্রমিক ধর্মঘট শুরু হলে সিলেট বিভাগীয় শহর সহ পুরো দেশের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে উপজেলাবাসির যোগাযোগ ব্যবস্থা। এতে করে জনদুভোর্গ বেড়েছে।
পরিবহন শ্রমিক ও স্থানীরা জানান, সিলেট বিভাগীয় শহরে সঙ্গে জগন্নাথপুর ও বিশ্বনাথ উপজেলাবাসির যোগাযোগের একমাত্র প্রধান সড়ক জগন্নাথপুর-বিশ্বনাথ-রশিদপুর সড়ক। এই সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল দশা বিরাজ করছে। সকড়জুড়ে খানাখন্দ আর বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এসব গর্তে প্রায় দিনই ভারী যানবাহন পড়ে আটকে সরাসরি যান চলাচলে বিঘ্ন ঘটে। ইতোপূর্বে সংস্কারের দাবিতে সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ধর্মঘটের ঘোষনা দিলে প্রশাসনের পক্ষ থেকে সংস্কারের আশ্বাস পেয়ে আধাবেলা পালনের পর কর্মসুচি প্রত্যাহার করা হয়। গত কয়েকদিনে ধরে সড়কে যান চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত ঘটেছে বলে শ্রমিকরা জানান।
জগন্নাথপুর উপজেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি নিজামুল করিম বলেন,সড়কে সংস্কার করা না হলে আমাদের ধর্মঘট অনিদিষ্টকালের জন্য চলবে।
Leave a Reply