বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
অগ্নিকান্ডের সময় ফায়ার বিগ্রেডের গাড়ী না যাওয়ায় ক্ষোভ,জগন্নাথপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেখ হাসিনাকে দেশে ফেরাতে দিল্লিকে ঢাকার চিঠি; পররাষ্ট্র উপদেষ্টা দীর্ঘ বঞ্চনার পর পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন জগন্নাথপুরের কৃতী সন্তান সামী  উপদেষ্টা হাসান আরিফ আর নেই শান্তিগঞ্জে হচ্ছে বিয়াম ল্যাবরেটরি স্কুল, জনমনে আশার আলো সুনামগঞ্জে আইডিয়া ‘বিএইচএ’ প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত  জগন্নাথপুরে উপজেলা আওয়ামীলীগ নেতা বীরেন্দ্র গ্রেপ্তার জগন্নাথপুরে মহান বিজয় দিবস পালিত জগন্নাথপুরে বিজয় দিবসে সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন মহান বিজয় দিবস উপলক্ষে জগন্নাথপুর প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত 

জগন্নাথপুর-বিশ্বনাথ-সিলেট সড়ক মেরামতে সহযোগীতার হাত বাড়ালেন ব্যবসায়ীরা

জগন্নাথপুর-বিশ্বনাথ-সিলেট সড়ক মেরামতে সহযোগীতার হাত বাড়ালেন ব্যবসায়ীরা

স্টাফ রির্পোটার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের জগন্নাথপুর বাজারের ব্যবসায়ীগণ এরার সড়ক মেরামতে সহযোগীতার হাত বাড়ালেন। দীর্ঘদিন ধরে জগন্নাথপুর-বিশ্বনাথ-সিলেট সড়কটি বিশাল বিশাল গর্তের ফলে  বেহাল সড়কটি যানবাহন  চলাচল অনুপযোগী হওয়ায় পরিবহন  মালিক শ্রমিকরা দিনের পর দিন  ধর্মঘট করে আসলেও কোন ফল হচ্ছে না। এ পর্যন্ত সড়ক সংস্কারের জন্য ৫বার ধর্মঘট ডেকেছেন। সর্বশেষ গত বুধবার সড়ক সংস্কারের দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেন পরিবহন মালিক শ্রমিকরা। বুধবার সন্ধায় ‍উপজেলা প্রশাসনের উদ্যেগে উপজেলা পরিষদ সম্মোলন কক্ষে পরিবহন মালিক শ্রমিক নেত্তৃবৃন্দ ও জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে জরুরী বৈঠকে মিলিত হন ইউএনও মাহফুজুল আলম মাসুম। ব্যাপক আলাপআলোচনার প্রেক্ষিতে সড়কটি যানবাহন চলাচল উপযোগী করতে ব্যবসায়ীরা সড়কটি মেরামতে আর্থিকভাবে সহায়তার হাত বাড়ান। এসময় পরিবহন মালিক শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহারে অনুরোধ করলেও পরিবহন মালিক শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহারের আশ্বাস দিয়ে বৈঠক থেকে চলে আসেন। কিন্তু বৃহস্পতিবারও এ সড়কে যানবাহন চলাচল করেনি বলে জানিয়েছেন এলাকাবাসী। ফলে যাত্রী সাধারণ চরম ভোগান্তিতে পড়েছেন। জগন্নাথপুর বাসস্টেন্ডে গিয়ে দেখা যায় কোন মিনি বাস এ সড়ক দিয়ে চলাচল করছে না। ফলে তাদের ধর্মঘট অব্যাহত রয়েছে।

এদিকে জগন্নাথপুর বাজারের বিশিষ্ট  ব্যবসায়ী আলহাজ্ব মোঃ জামাল মিয়া তালুকদার, হাজী মোঃ ইকবাল হোসেন ভূইঁয়া সহ কয়েকজন ব্যাবসায়ী নেতা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার আমন্ত্রনে বুধবার সন্ধায় আমরা সড়ক মেরামতের বিষয়ে আলোচনা করি এবং বাজারে যাতে ট্রাক দিয়ে মালামাল নিয়ে আসতে পারি এজন্য এ জড়াজীর্ন্ সড়কটি মেরামত করে যানবাহন চলাচল উপযোগী করতে প্রয়োজনীয়  আলোচনা করা হয়। সড়কটি মেরামতের জন্য আমরা ব্যাবসায়ীরা আর্থিকভাবে সহযোগীতার উদ্যোগ নিয়েছি।  এ পর্যন্ত প্রায় লাখ টাকা সংগ্রহ করা হয়েছে। আরো ব্যাবসায়ীরা সহায়তা করবেন বলে আশ্বাস দিয়েছেন। আশা করছি ২/১দিনের মধ্যে ৫ থেকে ১০ লাখ টাকা সংগ্রহ করে সড়কের বড় বড় গর্ত ভরাট করে যানবাহন চলাচল উপযোগী করা যাবে।

সিলেট বিভাগীয় শহরের সঙ্গে জগন্নাথপুর ও বিশ্বনাথ উপজেলাবাসির যোগাযোগের একমাত্র প্রধান সড়ক জগন্নাথপুর-বিশ্বনাথ-রশিদপুর-সিলেট সড়ক। সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহালদশা বিরাজ করছে। সড়কজুড়ে ভাঙাচোরা, খানাখন্দ আর বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এসব গর্তে প্রায় দিনই ভারী যানবাহন পড়ে আটকে গিয়ে দিনভর চলাচলে বিঙ্ঘিত হয়। অনেক সময় গাড়ী উলটে খাদে পড়ে দুর্ঘটনা ঘটে। এ পর্যন্ত একাধিক দুর্ঘটনায় শতাধিক লোক আহত হয়েছেন।

বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম  জানান, পরিবহন সেক্টরের মালিক শ্রমিকদের নিয়ে আমরা বৈঠক করে তাদের আশ্বস্থ করা হয়েছে দ্রুত সংস্কার করা হবে। এবং জগন্নাথপুর বাজারের ব্যাবসায়ী নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করি। এব্যাপারে জগন্নাথপুর বাজারের ব্যাবসায়ীরা স্বত:স্পূতভাবে সেচ্ছায় আর্থিক সহয়তার হাত বাড়িয়েছেন। তিনি জানান, বৃহস্পতিবার থেকে জগন্নাথপুর থেকে গাড়ি চলাচল শুরু করেছে। তবে বিশ্বনাথ গেলে একটি গ্রুপ গাড়ি আটকে দিচ্ছে। তবে দুপুরের পর স্বাভাবিকভাবে গাড়ি চলাচল করছে। আশা করছি রোববার থেকে সংষ্কার কাজ শুরু করা যাবে।

তবে এবিষয়ে জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী অফিসের  কর্মকর্তা আমীর হোসেন বলেন, আপাতত উপজেলা প্রশাসন ও ব্যাবসায়ীদের আর্থিক সহযোগীতায় বড় বড় গর্তগুলো বরাট করে সড়কটি যানবাহন চলাচল উপযোগী করা হবে।

 

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com