শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৬:৫১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত করোনা আক্রান্ত নারী চিকিৎসককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলশন সেন্টারে রাখা হয়েছে। শনিবার (৩০ মে) সকালে তাকে আইসোলশন ওয়ার্ডে ভর্তি করা হয়।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তাঁর রিপোর্ট পজিটিভ আসে। এদিকে নতুন করে কমপ্লেক্স এলাকায় করোনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এরপূর্বে গত এপ্রিল মাসে নমুনা সংগ্রহককারী একজন স্বাস্থ্য কর্মী করোনায় আক্রান্ত হন। তবে বর্তমানে তিনি সুস্থ হয়ে বাড়িতে রয়েছেন।
হাসপাতাল সুত্র জানায়, গত ২৩ এপ্রিল থেকে এখন পর্যন্ত জগন্নাথপুরে আট জন করোনাভাইরাসে আক্রান্ত হন। তারমধ্যে ছয় জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। অপর দুইজন রোগীর মধ্যে একজন সিলেট শহীদ সামসুউদ্দিন হাসপাতালে এবং অপরজন জগন্নাথপুর হাসপাতালের আইসোলেশন সেন্টারে আছেন।
শনিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মধু সুদন ধর জানান, গত ২৭ মে ওই নারী চিকিৎসকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়।শুক্রবার রাতে নতুন যোগ দেওয়া ওই নারী চিকিৎসকের পজেটিভ রিপোর্ট আসে। তাকে জগন্নাথপুর হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়েছে। দায়িত্ব পালককালে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার পর্যন্ত ২০৪ জনের করোনায় সন্দেহে নমুনা সংগ্রহ করে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালের ল্যাবে পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।
Leave a Reply