শনিবার, ১২ Jul ২০২৫, ০৩:৩৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ জগন্নাথপুর সদর গ্রাম নিবাসী সাবেক মেম্বার, সমাজসেবী হাজী সুন্দর আলী(৭২) বুধবার দিবাগত রাত ১০.৩৫ মিনিটে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও চার মেয়ে সহ বহু আত্নীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় জগন্নাথপুর পুরাতন জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাযায় ইমামতি করেন মরহুমের ভাতিজা মাওলানা জুনেদ আহমদ। জানাযা শেষে মহান আল্লাহ পাকের দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন উত্তর জগন্নাথপুর জামে মসজিদের ইমাম আলহাজ মাওলানা মোঃআব্দুল মালিক। জানাযার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পুরাতন জামে মসজিদের ইমাম মাওলানা সাজ্জাদুর রহমান, মরহুমের চাচাতো ভাই শেখ মোঃ আবুমিয়া, ভাতিজা মোঃ শামসুল আহমদ। পরে তিনি কে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে তিনির মৃত্যুতে জগন্নাথপুর প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। শোক প্রকাশ করেছেন জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সহসভাপতি তাজউদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার হাসান সুনু, যুগ্ম সম্পাদক অমিত দেব, সদস্য মাসুম আহমদ, আলী আহমদ, রোমানুল হক প্রমুখ।
Leave a Reply