সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:৩৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মুহাম্মদ পুর গ্রামে সন্ত্রাসী হামলায় ১০ জন আহত হয়েছেন।
সোমবার থানায় মামলা দায়েরের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানাাযায়,রোববার বিকেলে একিই গ্রামের অস্ত্র মামলার আসামী হাবিবুর রহমান হবি ও আজিজুল ইসলাম গংরা আদালত থেকে জামিন নিয়ে এসে পূর্ব বিরুধ্বের জের ধরে প্রতিপক্ষের সাহেল আহমদের পক্ষের লোক দের উপর
৩০/৩৫ জনের শসস্ত্র দল হামলা চালিয়ে বাড়ি ঘর ভাংচুর করে লোহার রড ও সুলফি দিয়ে লোক দের উপর এলোপাতাড়ী আঘাত করে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে সুজন মিয়া( ২৬) রুজন মিয়া( ২২)বাবরমিয়া( ২১)মিজানুর রহমান
(১৭) শফিক( ১৯) জুবায়ের( ১৬) রশিদ আহমদ( ১৭) আহত হন। আহত দের জগন্নাথপুর হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে ও আজিজুল ইসলামের লোকজন সাহেল আহমদের লোকদের উপর বন্দুক দিয়ে হামলা চালায় । এ সময় ৩ জন গুলিবিদ্ধ সহ ১৫ জন আহত হন।
এ ঘটনায় থানায় মামলা হলেও এখন ও পুলিশ অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতার বা অস্ত্র উদ্ধার করতে পারেনি।
এ ব্যাপারে ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরীর সাথে আলাপ হলে তিনি বলেন,অপরাধী দের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারে চেষ্টা চলছে।
Leave a Reply