সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:১৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুরে করোনাভাইরাসে আক্রান্ত চারজন কে হোম আইসোলেশনে রাখা হয়েছে।
রোববার (৩০ আগষ্ট) জগন্নাথপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের একটি মেডিকেলটিম আক্রান্ত ব্যক্তিদের প্রাথমিক পরীক্ষা শেষে চিকিৎসা ব্যবস্হা প্রদান করে হোম আইসোলেশনে থাকার নির্দেশ দেন। এবং পরিবারের লোকজনদের হোম কোয়ারেন্টাইনের আইন মানার জন্য নির্দেশনা দেয়া হয়।
নতুন আক্রান্তরা হলেন জগন্নাথপুর পৌরসভার বনিক পাড়া এলাকার একজন, ইসহাকপুরে দুইজন এবং মিরপুরের আটঘর গ্রামের একজন।
শনিবার রাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তাদের রিপোর্ট পজিটিভ আসে।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর জানান, জগন্নাথপুরে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৪৪ জন। এরমধ্যে নতুন ৪জনসহ মোট সুস্থ হয়েছেন ১২৫ জন। অপর আক্রান্ত ১৯ জন হোম আইসোলেশনে রয়েছেন ।
Leave a Reply