সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:৫৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক :সুনামগঞ্জের জগন্নাথপুরে নবজাতক কন্যা সন্তান ভূমিষ্ট হওয়ার ঘন্টা খানেক পর হতভাগ্য কন্যা সন্তানকে হাসপাতালে রেখে পালানো পাষাণী মা সাইদা বেগমের (১৬) খোঁজ না পাওয়ায় অবশেষে হতভাগ্য নবজাতক শিশুটি কে সিলেট শিশু নিবাসে প্রেরন করা হয়েছে । সোমবার দুপুরে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা বিল্লাল হোসেন জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শিশুটি কে গ্রহন করে সিলেট বাগবাড়ীস্হ শিশু নিবাসে হস্তান্তর করেন।
জানাযায়, শনিবার বিকেলে উপজেলার কলিকলিয়া ইউনিয়নের বালি কান্দি গ্রামের ফারুক মিয়ার স্ত্রী পেটের ব্যাথা নিয়ে উপজেলা হাসপাতালে ভর্তি হলে সন্ধার দিকে প্রসব ব্যাথা শুরু হয় এবং একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয়।
সন্তান প্রসবের ঘন্টা খানেক পর পাষাণী মা সাইদা পালিয়ে যায়।
সোমবার হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধুসুধন ধরের সাথে আলাপ হলে তিনি যুগান্তর কে জানান,পাষাণী মার খোঁজ না পাওয়ায় উপজেলা সমাজ সেবা অফিসার বিল্লাল হোসেনের মাধ্যমে সিলেট শিশু নিবাসে নবজাতক শিশুটি কে প্রেরন করা হয়েছে। তিনি বলেন, হয়তো অবৈধ সম্পর্কের ফসল এই নব জাতক শিশুটি। এ কারনে পাষাণী মা গা ঢাকা দিয়েছে।
Leave a Reply