বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৬ পূর্বাহ্ন
চিত্রবিচিত্র ডেস্ক ::
শরীরে একাংশ মাছের মতো। বাকিটা কুমিরের মতো। ঠিক যেন হাঁসজারু। সুকুমার রায়ের ছড়ার মতোই এমন এক প্রাণীর সন্ধান মিলল ভারতের কলকাতায়।
শুক্রবার বরাহনগর এলাকার একটি পুকুর থেকে এক মৎস্যজীবী ধরেন। তাঁর কাছ থেকে একজন মাছ ব্যবসায়ী মাছটি কিনে নেন। মাছটির মুখটি কুমিরের মতো আর দেহটা মাছেরই মতো। মাছটি নিয়ে হুলুস্থুল পড়ে যায় এলাকায়।
মাছটির ওজন ১৬ কেজি ও লম্বায় তিন ফুট। এমন অদ্ভুত দর্শন মাছ পেয়ে বরাহনগর বাজারে ব্যবসায়ীরা বিক্রির উদ্দেশ্য নিয়ে আসে।
এলাকার এক বাসিন্দার কথায়, মাছটির দাম প্রায় লাখ ছাড়িয়ে গিয়েছে। বাজার জুড়ে মাছটিকে দেখকে ভিড় উপচে পড়ে। খবর পেয়ে বাজারে গিয়ে পুলিশ মাছটিকে উদ্ধার করে। পুলিশ দেখে ব্যবসায়ীরা এলাকা ছেড়ে চম্পট দেন।
এরপরে পুলিশ বন দফতরকে খবর দেয়। বন দফতরের কর্মীরা এসে মাছটিকে উদ্ধার করে নিয়ে যায়। তবে মাছটি কী করে পুকুরে গেল তা জানার চেষ্টা করছে পুলিশ
Leave a Reply