বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৫৭ অপরাহ্ন
জগন্নাথপুর নিউজ ডেস্ক :: আট দিনের সৌদি আরব ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডন থেকে রওনা হয়ে আজ বেলা পৌনে ১১টায় তিনি ঢাকা পৌঁছান। রোববার রাতে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান লন্ডস্থ বাংলাদেশের হাই কমিশনার নাজমুল কাওনাইন।
সৌদি আরবে বহুজাতিক সামরিক মহড়া ‘গাল্ফ শিল্ড ওয়ানের’ সমাপনী অনুষ্ঠানে যোগদান শেষে লন্ডনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি কমনওয়েলথ সরকার প্রধানদের সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এছাড়া ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ, প্রধানমন্ত্রী তেরেসা মেসহ বিশ্ব নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
Leave a Reply