শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:: পবিত্র মাহে রমজানের প্রথম রোজায় জগন্নাথপুর উপজেলার মসজিদে মসজিদে জুম্মার নামাজে মুসল্লিদের ঢল নামে। শুক্রবার থেকে রোজা শুরু হয়েছে। জগন্নাথপুর পৌশহরের প্রধান প্রধান মসজিদসহ উপজেলার প্রতিটি মসজিদে মসজিদে জুম্মার নামাজে সকল শ্রেনী পেশার বিপুল সংখ্যক মানুষের ঢল নামে। মসজিদের ভেতরে বাহিরে ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়।
উপজেলা সদরে আল মদীনা জামে মসজিদে পেশ ইমাম মাওলানা আবু আইয়ুব আনসারী পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বয়ান পেশ করেন এছাড়া উপজেলা সদর মসজিদের পেশ ইমাম মাওলানা আজমল হোসেন জামি, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা নিজাম উদ্দিন জালালী জগন্নাথপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আব্দুল মালিক সহ উপজেলার বিভিন্ন মসজিদের সম্মানিত ইমামগণ নিয়ামতের মাস মাহে রমজানের গুরুত্ব ও মাহত্ব বর্ননা করে বয়ান পেশ করেন।
Leave a Reply