বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:৫৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের জগন্নাথপুরে আউশ ধান কাটা শুরু হয়েছে। জমিতে বাম্পার ফলন দেখে কৃষক-কৃষাণীর মুখে ফুঠে উঠেছে তৃপ্তির হাসি। জানাগেছে, এবার জগন্নাথপুর উপজেলার উঁচু জমিতে আউশ ধানের বাম্পার ফলন হয়েছে। জগন্নাথপুর উপজেলা কৃষি অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের পরামর্শে কৃষকরা আউশ ধান চাষে উৎসাহিত হন। সোমবার সরজমিনে উপজেলার বিভিন্ন ছোট ছোট হাওরে গিয়ে দেখা যায় জমিতে বাম্পার পাকা আউশ ধান বাতাসের তালেতালে দুলছে। ধানের মৌ-মৌ গন্ধ চারদিকে ছড়িয়ে পড়েছে। জমিতে পাকা ধান দেখে কৃষক-কৃষাণীর মুখে তৃপ্তির হাসি ফুঠে উঠেছে। তা দেখে আগামীতে আউশ ধান চাষ করতে অন্যরাও উৎসাহিত হচ্ছেন।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার বলেন, কৃষি অফিসের উৎসাহ-উদ্দীপনায় এবার উপজেলার ২৩৬০ হেক্টর জমিতে আউশ ধানের বাম্পার ফলন হয়েছে। ইতোমধ্যে জমির পাকা ধান কাটা শুরু হয়ে গেছে। কৃষকরা মনের আনন্দে জমির ধান কেটে গোলায় তুলছেন।
Leave a Reply