শনিবার, ১২ Jul ২০২৫, ১০:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে এসএসসিতে পাশের হার ৬১ দাখিলে ৬৯ জগন্নাথপুরে আটপাড়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ গ্রেড ও নম্বর পেয়েছে রাইদা জগন্নাথপুরে আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন ও অভিষেক জগন্নাথপুরে সীমানা দেওয়াল নির্মাণ নিয়ে বিরোধ, সংঘর্ষে বিএনপি নেতার মৃত্যু  জগন্নাথপুরে কৃষি অধিদফতরের বীজ ও চারা বিতরণ কারা নির্বাচনে অংশ নিতে পারবেন না, জানালেন অ্যাটর্নি জেনারেল জগন্নাথপুরে ধর্ষণের পর কিশোরীকে নদীরপাড়ে ফেলে গেল প্রেমিক! জগন্নাথপুরে মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরি জগন্নাথপুর উপজেলা বিএনপির সভায় বক্তারা, কয়সর আহমদকে বিএনপির প্রার্থী হিসাবে দেখতে চাই এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

নির্বাচন এলেই সুবিধাবাদীরা এলাকায় আসে: এমএ মান্নান

নির্বাচন এলেই সুবিধাবাদীরা এলাকায় আসে: এমএ মান্নান

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে, বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। আওয়ামী লীগের নেতৃত্বেই বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। তাই দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিতে হবে।
রবিবার দুপুর ১টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের আক্তাপাড়া মিনা বাজারে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি। সভায় দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনির উদ্দিনের সভাপতিত্বে, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ স¤পাদক আবাব মিয়া ও ইউপি সদস্য বদরুল ইসলামের যৌথ পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক আতাউর রহমান, আক্তাপাড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও. মঈনুল হক, আওয়ামী লীগ নেতা জবর আলী, আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জামান চৌধুরী, কৃষক লীগ নেতা নাছির উদ্দিন, ইউপি সদস্য পায়েল আহমদ, যুবলীগ নেতা আবু খালেদ চৌধুরী, এওর মিয়া, উপজেলা ছাত্রলীগের সাধারণ স¤পাদক ইমরান হোসেন তালুকদার প্রমুখ।
মন্ত্রী আরও বলেন, কিছু সুবিধাবাদী আছে, এরা নির্বাচন আসলেই এলাকায় আসে। নিজেকে অনেক বড় নেতা বলে গ্রামের সাধারণ মানুষের কাছে পরিচয় দেয়। এদের থেকে দূরে থাকতে হবে। এরা নিজেদের স্বার্থে দল করে। জনগণের স্বার্থে এরা কিছুই করে না।’
তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গ্রামের গরীব মানুষের জন্য চিন্তা করেন। তাদের উন্নয়নে কাজ করেন। তাই গ্রাম ও হাওর অঞ্চলে শহরের পাশাপাশি ব্যাপক উন্নয়ন করেছেন। গ্রামের দরিদ্র মানুষকে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধীদের প্রতিবন্ধী ভাতা সহ তাদের পুনর্বাসনে ব্যাপক ভাবে কাজ করে যাচ্ছেন ।’
এর পূর্বে তিনি সকাল সাড়ে ১২টায় উপজেলার দরগাপাশা ইউনিয়নের সিচনী পয়েন্ট ও বেলা দেড়টায় ছয়হাড়া পয়েন্টে স্থানীয়দের সাথে কুশল বিনিময় করেন। দুপর আড়াইটায় উপজেলার দরগাপাশা ইউনিয়নের সপ্তগ্রাম হলদারকান্দি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ, থানার ওসি (তদন্ত) আতিকুর রহমান, শিমুলবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, জিতু, দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম. মনির উদ্দিন, উপজেলা যুবলীগের ত্রাণ বিষয়ক স¤পাদক শাকির আহমদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com