শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০১:২৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের জগন্নাথপুরে বিদ্যুৎ স্পৃষ্টে আবিদ মিয়া (৪০) নামের এক গাছ কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি কুমিল্লা জেলার মতলব থানার ডিঙ্গাভাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে জগন্নাথপুর পৌর সদরে বসবাস করে আসছিলেন।
জানাগেছে, রোববার জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর দক্ষিণপাড়া গ্রামের দুদু মিয়ার বাড়িতে গাছ কাটতে যান আবিদ মিয়া সহ অন্যান্য গাছ কাটা শ্রমিকরা। এ সময় বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই শ্রমিক আবিদ মিয়ার মৃত্যু হয়।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা আবাসিক (বিদ্যুৎ) উপ-সহকারি প্রকৌশলী আবুল আজাদ পাভেল বলেন, আমাদেরকে না জানিয়ে চলন্ত বিদ্যুৎ লাইনের তার কেটে গাছ কাটার কারণে এ ঘটনা ঘটেছে।
Leave a Reply